প্রিয়ঙ্কা গান্ধি জানালেন, শুদ্ধ বাতাস ‘‘আমাদের অধিকার ও দায়িত্ব’’। (ফাইল)
নয়াদিল্লি: কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা (Priyanka Gandhi Vadra) সোমবার দিল্লি ও উত্তরপ্রদেশের ভয়ঙ্কর দূষণের (Pollution) বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানালেন। জানালেন, শুদ্ধ বাতাস ‘‘আমাদের অধিকার ও দায়িত্ব''। তিনি ১৯৫২ সালে লন্ডনের পরিস্থিতির কথা বলেন এপ্রসঙ্গে। তিনি বলেন, সেই সময় হাজার হাজার মানুষ দূষণের কবলে পড়ে মারা যান। এরপর সাধারণ মানুষই অগ্রণী ভূমিকা নেন সেই পরিস্থিতি থেকে উদ্ধারের। নতুন আইন রচিত হয় শুদ্ধ বাতাসের জন্য। তিনি হিন্দিতে একটি টুইট করে এবিষয়ে তাঁর বক্তব্য রাখেন।
তিনি লেখেন, ‘‘দূষণের বিষয়ে এত গুরুত্ব দিয়ে ভাবার এত প্রয়োজনীয়তা কেন আজ? দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, কানপুর, বেনারস, লখনউ ও আরও বহু শহরে বাতাস বিষাক্ত হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর বাতাসের মধ্যে দিয়েই শিশুদের স্কুলে যেতে হচ্ছে। আমাদের শ্রমিক ও সাধারণ মানুষদের কাজে যেতে হচ্ছে।''
ওই টুইটে একটি হ্যাশট্যাগও যোগ করেন প্রিয়াঙ্কা গান্ধি। সেটি হল ‘‘LetsUniteAgainstPollution''।
তিনি জানান, ‘‘১৯৫২ সালে লন্ডনে ভয়ঙ্কর ধোঁয়াশায় ১২,০০০ মানুষ মারা যান। শহর ভরে গিয়েছিল ধুলোয় এবং লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ভয়ঙ্কর ঘটনার পর পরিষ্কার বাতাসের জন্য একটি আইন প্রণয়ন করা হয়।''
তিনি আরও জানান, ‘‘এই ভাবে আমরাও আমাদের জীবনের উন্নতিক্রমে এগিয়ে আসতে পারি। শুদ্ধ বাতাস আমাদের অধিকার ও দায়িত্ব।''