This Article is From Mar 12, 2019

বিজেপিতে যোগ দিচ্ছি না, জল্পনা উড়িয়ে সাফ জানালেন দীপা দাশমুন্সি

মঙ্গলবার সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে দীপা জানালেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। শুধু তাই নয়। সংবাদসংস্থার কাছে তিনি সাফ জানান যে, মুকুল রায়ের সঙ্গেও কোনও বৈঠক হয়নি তাঁর।

Advertisement
অল ইন্ডিয়া

সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে দীপা দাশমুন্সি বলেন, “আমি এমনকি কারও সঙ্গে চা বা কফিও খাইনি”। (ফাইল চিত্র)

কলকাতা:

বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল সোমবার, এমন খবর প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়। বাম-কংগ্রেসের জোটের কারণে নিজস্ব সমঝোতার জন্য দীপা প্রার্থীতালিকা থেকে বাদ পড়ায় সেই জল্পনা আরও দৃঢ় হয়। রাজনৈতিক মহলে জোর কানাঘুষো চলছিল যে, বিজেপিতে যোগ দিতে চলেছেন দীপা দাশমুন্সি। মঙ্গলবার সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে দীপা জানালেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। শুধু তাই নয়। সংবাদসংস্থার কাছে তিনি সাফ জানান যে, মুকুল রায়ের সঙ্গেও কোনও বৈঠক হয়নি তাঁর। সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে দীপা দাশমুন্সি বলেন, “আমি এমনকি কারও সঙ্গে চা বা কফিও খাইনি”।

"একটা কাগজের প্লেনও বানাতে পারবে না অনিল আম্বানি", রাফাল নিয়ে তোপ রাহুল গান্ধীর

প্রসঙ্গত, সোমবার প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা ডক্টর গৌতম ঘোষ এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য এবং কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাকেশ কুমার সিংহ বিজেপিতে যোগ দেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement