This Article is From Dec 25, 2019

মজুরি হাতছাড়ার ভয়ে জরায়ু কেটে বাদ দিয়েছেন ৩০,০০০ মহিলা: কংগ্রেস নেতা

কংগ্রেস নেতা উদ্ধব ঠাকরের কাছে আর্জি জানান, মহিলাদের জন্য এমন পদক্ষেপ করতে, যাতে তাঁদের নিজেদের জীবনধারণের জন্য এমন পদক্ষেপ না করতে হয়। 

মজুরি হাতছাড়ার ভয়ে জরায়ু কেটে বাদ দিয়েছেন ৩০,০০০ মহিলা: কংগ্রেস নেতা

একথা জানিয়ে নীতিন রাউত বুধবার চিঠি লিখলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে।

নাগপুর:

কংগ্রেস নেতা (COngress Leader) তথা দলের জাতি বিভাগের চেয়ারম্যান নীতিন রাউত বুধবার চিঠি লিখলেন মহারাষ্ট্রের (Maharasthra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। সেই চিঠিতে তিনি রাজ্যের যে মহিলারা আখ খেতে কাজ করেন তাঁদের ব্যাপারে পদক্ষেপের আর্জি জানান। তিনি ওই চিঠিতে জান‌ান, রাজ্যে প্রায় ৩০,০০০ দরিদ্র মহিলা রয়েছেন, যাঁরা শল্যচিকিৎসা করিয়ে নিজেদের জরায়ু বাদ দিয়েছেন।

কেন তাঁরা এমন করলেন? জানা যাচ্ছে, মাসিক রজস্রাবের কারণে প্রতি মাসে কয়েক দিন কাজ করতে পারেন না তাঁরা। ফলে মজুরিও পান না। শল্য চিকিৎসা করিয়ে জরায়ু বাদ দিলে আর তাঁদের সেই কারণে কাজ বন্ধ হবে না। তাঁরা পুরো মাসের মজুরিই পাবেন।

কংগ্রেস নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে আর্জি জানান, মহিলাদের জন্য এমন পদক্ষেপ করতে, যাতে তাঁদের নিজেদের জীবনধারণের জন্য এমন পদক্ষেপ না করতে হয়। 

.