রাহুলের সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট চেয়েও পাননি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এই গুজব ওড়ালেন স্বয়ং রাহুল গান্ধি। (ফাইল)
হাইলাইটস
- বুধবার বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
- গুঞ্জন, তিনি রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চাইলেও রাহুল দেখা করেননি
- এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্বয়ং রাহুলই
নয়াদিল্লি: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে দেখা করতে চাইলেও অ্যাপয়েন্টমেন্ট মেলেনি। এমন অভিযোগ উড়িয়ে দিয়ে স্বয়ং রাহুল গান্ধি এদিন জানালেন, জ্যোতিরাদিত্যই একমাত্র কংগ্রেস নেতা ছিলেন, যিনি যে কোনও সময় তাঁর সঙ্গে দেখা করতে পারতেন। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘‘কংগ্রেসে ওই একমাত্র বন্ধু ছিল যে, যে কোনও সময় আমার বাড়িতে আসতে পারত।'' বুধবার কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানিয়েছেন, কংগ্রেস আর সেই দল নেই, যেমনটা আগে ছিল। তাঁর দলবদলের আবহে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা হল গান্ধি পরিবারের কেউই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করতে চান না।
জ্যোতিরাদিত্যর তুতো ভাই ও ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ মাণিক্য দেববর্মা NDTV-কে মঙ্গলবার বলেন, ‘‘আমি জানি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চাইছিলেন কয়েক মাস ধরে। কিন্তু কোনও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি।''
“নয়া শুরু”, বিজেপিতে যোগ একসময়ে গান্ধি পরিবার ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার: ১০টি তথ্য
একটি ফেসবুক পোস্টে সিন্ধিয়া-ঘনিষ্ঠ দেববর্মা লেখেন, ‘‘আমি ওঁর সঙ্গে গত রাতে কথা বলেছি। উনি আমাকে বলেন, উনি অপেক্ষার পর অপেক্ষা করা সত্ত্বেও তাঁকে আমাদের নেতারা কোনও অ্যাপয়েন্টমেন্ট দেননি।''
যোগ দেওয়ার পরেই, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি
রাহুল গান্ধিকে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি ওই মন্তব্য করেন। প্রসঙ্গত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বরাবরই রাহুল-ঘনিষ্ঠ। তাঁদের একসঙ্গে সংসদে দেখা গিয়েছে। কেবল রাহলই নন, কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি ভঢরা— এঁদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল। গত বছর উত্তরপ্রদেশে জাতীয় নির্বাচনের সময় দলের হয়ে প্রচারের দায়িত্বও তাঁরা একসঙ্গে পালন করেছিলেন।