This Article is From Oct 01, 2019

বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে তুমুল আক্রমণ রাহুল গান্ধির

‘‘ট্রাম্প সরকার'' (Trump Sarkar) মন্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন প্রধানমন্ত্রী। এবার তাঁকে টুইটে বিঁধলেন রাহুল গান্ধি।

বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে তুমুল আক্রমণ রাহুল গান্ধির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আক্রমণ রাহুল গান্ধির।

New Delhi:

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ‘‘ধন্যবাদ'' জ্ঞাপন করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)। আসলে এই ধন্যবাদ জ্ঞাপন এক ধরনের ব্যঙ্গের কষাঘাত। তিনি বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) আগলে রাখার প্রচেষ্টার জন্য। ‘‘ট্রাম্প সরকার'' (Trump Sarkar) মন্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন বিদেশমন্ত্রী। এবার তাঁকে টুইটে বিঁধলেন রাহুল গান্ধি। তিনি টুইটে লেখেন, ‘‘ধন্যবাদ মিস্টার জয়শঙ্কর, আমাদের প্রধানমন্ত্রীর অযোগ্যতাকে ঢেকে রাখার জন্য। তাঁর তোষামোদি রাজনীতি ভারতের সাম্যবাদীদের জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করছে। আশা করি আপনার মধ্যস্থতায় এর সমাধান হবে। আপনি যখন এর মধ্যে রয়েছেন, তখন ওঁকে কূটনীতির বিষয়েও অল্প শিক্ষাদান করবেন।''

"ভুল ব্যাখ্যা দেবেন না": প্রধানমন্ত্রী মোদির "ট্রাম্প সরকার" মন্তব্যের বিষয়ে বললেন এস জয়শঙ্কর

গত সপ্তাহে ‘হাউডি মোদি' অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে এক মঞ্চে দেখা গিয়েছিল। সেখানেই নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, ‘‘আব কি বার ট্রাম্প সরকার।'' আগামী বছরই আমেরিকায় নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর এহেন আচরণের নিন্দা করেছে কংগ্রেস। অন্য দেশের রাজনীতিতে কোনও রকম হস্তক্ষেপ না করার ভারতের দীর্ঘ সময়ের নীতি এতে অবহেলিত হল বলে অভিযোগ কংগ্রেসের।

ভারত-মার্কিন সম্পর্ক এই মুহূর্তে ঠিক কেমন, জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

মার্কিন সংবাদমাধ্যমকে এস জয়শঙ্কর জানিয়েছেন, প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেছিলেন, প্রার্থী ট্রাম্প এই স্লোগানটি ব্যবহার করেছিলেন তাঁর নির্বাচনি প্রচারে, সেকথা ব্যবহার করার জন্য।

তিনি বলেন, ‘‘আমার মনে হয়, দয়া করে প্রধানমন্ত্রী ঠিক কী বলেছিলেন তা খুব মনোযোগ সহকারে শুনুন আপনারা। প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রার্থী ট্রাম্প এই স্লোগানটি ব্যবহার করেছিলেন। সুতরাং এটা পরিষ্কার যে, প্রধানমন্ত্রী অতীতের কথা বলেছেন। আমি মনে করি না যে আমাদের এভাবে কথার ভুল ব্যাখ্যা করা উচিত। আমি মনে করি না যে আপনি এরকম করে কারও প্রতি সঠিক আচরণ করছেন। আমাদের খুব নিরপেক্ষ (মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিবিদদের) দৃষ্টিভঙ্গি রয়েছে।''

২২ সেপ্টেম্বর ৫০,০০০ দর্শকের সামনে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলতে গিয়ে  প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘বন্ধুরা, আমারা ভারতে রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে সংযুক্ত হতে পারি। প্রার্থী ট্রাম্পের ব্যবহৃত শব্দবন্ধ ‘আব কি বার ট্রাম্প সরকার' পরিষ্কার ও সজোরে শোনা গিয়েছে।''

প্রসঙ্গত, ২০১৪ সালের নির্বাচনি প্রচারে বিজেপি স্লোগান দিয়েছিল ‘‘আব কি বার মোদি সরকার।''

দেখুন ভিডিও

.