This Article is From Nov 29, 2019

প্রজ্ঞা ঠাকুরকে জীবন্ত জ্বালিয়ে দেবো : ভয়ঙ্কর হুমকি কংগ্রেস বিধায়কের

Pragya Singh Thakur on Godse: গান্ধিজির হত্যাকারী নাথুরাম গডসের তারিফ করার জন্যে এমনিতেই কংগ্রেসের কোপে পড়েন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর

প্রজ্ঞা ঠাকুরকে জীবন্ত জ্বালিয়ে দেবো : ভয়ঙ্কর হুমকি কংগ্রেস বিধায়কের

গোবর্ধন ডাঙ্গি মধ্যপ্রদেশের একজন কংগ্রেস বিধায়ক. তিনিই ওই মন্তব্য করে বসেন

হাইলাইটস

  • প্রজ্ঞা ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য
  • মন্তব্য করলেন এক কংগ্রেস বিধায়ক
  • নাথুরাম গডসেকে নিয়ে বিতর্ক শুরু হয়
ভোপাল:

গান্ধিজির হত্যাকারী নাথুরাম গডসেকে ‘‘দেশভক্ত'' (Nathuram Godse) বলায় এর আগে কংগ্রেস দলের কোপে পড়েন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর । কিন্তু এবার ওই সাংসদকে (Pragya Singh Thakur) ভয়ঙ্কর হুমকি দিয়ে বসলেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস বিধায়ক (Congress MLA Govardhan Dangi)। বিয়াভারার কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি  বলেন যে, 'প্রজ্ঞা ঠাকুর যদি কখনও এখানে আসেন তবে তাঁর কুশপুত্তলিকা দাহ নয়, তাঁকেই সরাসরি জ্বালিয়ে দেবো' । একজন বিধায়কের মুখে এমন হুমকি শুনে শিউরে উঠল গোটা দেশ। বুধবার ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ (সংশোধনী) বিল' নিয়ে আলোচনার সময় নাথুরাম গডসেকে নিয়ে ওই মন্তব্য করেন প্রজ্ঞা ঠাকুর। তাঁর মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে যায় লোকসভায়। বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানান, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রজ্ঞা ঠাকুরকে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় পরামর্শদানকারী কমিটি থেকে সরিয়ে দেওয়া হবে। এবং এই অধিবেশনে তাঁকে বিজেপির সংসদীয় দলীয় বৈঠকে অংশ নিতে দেওয়া হবে না।'' তিনি আরও বলেন, ‘‘গতকাল সংসদে করা তাঁর মন্তব্য নিন্দার যোগ্য। বিজেপি এমন বিবৃতি বা আদর্শকে সমর্থন করে না।''

নাথুরাম গডসেকে ‘‘দেশভক্ত'' বলার জের, প্রতিরক্ষা কমিটি থেকে সরলেন প্রজ্ঞা ঠাকুর

তবে বিজেপি সাধ্বীর বিরুদ্ধে পদক্ষেপ নিলেও তাতে সন্তুষ্ট নয় কংগ্রেস। তাঁরা প্রজ্ঞা সিং ঠাকুরের সাংসদ পদ কেড়ে নেওয়ারও দাবি তোলে। প্রজ্ঞার গডসে মন্তব্যের প্রতিবাদে ওই কংগ্রেস বিধায়ক বিজেপি সাংসদের কুশপুত্তলিকা দাহ করার পর সংবাদমাধ্যমের সামনে বলেন যে, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে একাধিক কর্মসূচির আয়োজন করছেন এবং পুরো দেশে শান্তির বার্তা দিচ্ছেন। অন্যদিকে, মহাত্মা গান্ধির হত্যাকারীকে দেশপ্রেমিক বলা বিজেপি সাংসদ বহাল তবিয়তে সংসদে বসে আছেন, এটা আসলে দুমুখো নীতি।

জাতির জনক নয়, ‘গান্ধিজি রাষ্ট্রপুত্র হ্যায়' বলে ফের বিতর্কিত মন্তব্য করলেন প্রজ্ঞা ঠাকুর

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর টুইট করেন, "অনেক সময় মিথ্যার ঘূর্ণি এত প্রবল হয় যে দিনের বেলাতেও রাত মনে হয়। কিন্তু তাতে সূর্য  নিজের আলো কখনোই হারায় না,  টর্নেডোর সময় মানুষ কিছু সময়ের জন্যে বিভ্রান্ত হলেও, শেষ পর্যন্ত সূর্যের আলোটিই স্থায়ী হয়। এখানে সত্য এটাই যে, আমি উধম সিংহ জি-র অপমান সহ্য করিনি,  এটাই আসল কথা। ”

দেশের খবর জানতে দেখে নিন এই ভিডিও:

.