পদে থাকার সময় প্রবীণ এই কংগ্রেস নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হাইলাইটস
- প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করছে ইডি
- দিল্লিতে সংস্থার অফিসে গিয়ে হাজিরা দিয়েছেন চিদম্বরম
- আইএনএক্স মিডিয়া মামলা সম্পর্কে জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে
নিউ দিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। দিল্লিতে সংস্থার অফিসে গিয়ে হাজিরা দিয়েছেন চিদম্বরম।
সূত্রের খবর আইএনএক্স মিডিয়া মামলা সম্পর্কে জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। গত মাসে এই মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে ১৫ জানুয়ারি পর্যন্ত স্বস্তি পেয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী।
আদালত জানিয়েছে ওই দিন পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। পদে থাকার সময় প্রবীণ এই কংগ্রেস নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এছাড়া ৩ হাজার কোটি টাকার এয়ারসেল ম্যাক্সিস মামলাতেও তাঁর ভূমিকা নিয়ে তদন্ত করছে কয়েকটি তদন্ত সংস্থা।
২০০৭ সালে আইএনএক্স মিডিয়ায় হিসেবে গড়মিল হয়েছে বলে ইডির দাবি। গত বছর মে মাসে এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত সংস্থা।
দেখুন ভিডিও: