সীমান্ত পেরিয়ে হামলার জন্য অভিন্দনন্দ জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
হাইলাইটস
- পুলওয়ামা হানার ১২ দিনের মধ্যে সীমান্ত পেরিয়ে আক্রমণ শানাল বাহিনী
- খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া আসছে
- সেনা জওয়ান এবং আধিকারিকদের অভিন্দনন্দ জানিয়েছেন কংগ্রেস সভাপতি
নিউ দিল্লি: পুলওয়ামা হানার ১২ দিনের মধ্যে সীমান্ত পেরিয়ে আক্রমণ শানালা ভারতীয় বায়ু সেনা বাহিনী। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। আবার সেনা জওয়ান এবং আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
পুলওয়ামার হামলার পর কংগ্রেস সভাপতি বলেন,কঠিন সময়ে সরকারের পাশে আছি। পাশাপাশি তিনি জানান,আগামী কয়েক দিন সরকারকে এই ঘটনার জন্য দায়ী করে কোনও বক্তব্য রাখবেন না কংগ্রেস। এটা রাজনৈতিক বিতর্ক করার সময় নয়। অন্যকে দোষ দেওয়ার সময়ও নয়। দেশের কথা ভেবে পদক্ষেপ করার সময় উপস্থিত হয়েছে। শেষে আমি এটাই বলতে চাই যে শুধু কংগ্রেস নয় প্রায় সমস্ত বিরোধীরাই সরকারের পাশে আছে, দেশের সেনা বাহিনীর পাশে আছে। এখন অন্য কোনও আলোচনা করার সময় নয়। আর সেই মতো স্ট্রাইকের পরই শুভেচ্ছা জানালেন রাহুল।