This Article is From Oct 10, 2018

যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের

#MeToo’র কোপে এবার কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরও পড়লেন। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক মহিলা সাংবাদিক।

হাইলাইটস

  • যৌন হেনস্তার অভিযোগ উঠল এমজে আকবরের বিরুদ্ধে
  • কংগ্রেস বলল, অবিলম্বে পদত্যাগ করা উচিত কেন্দ্রীয় মন্ত্রীর
  • "এই ঘটনার তদন্ত হওয়া উচিত", বললেন মানেকা গান্ধী
নিউ দিল্লি:

#MeToo’র কোপে এবার কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরও পড়লেন। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক মহিলা সাংবাদিক। কংগ্রেসের পক্ষ থেকে আজ জানানো হল, এই অত্যন্ত স্পর্শকাতর অভিযোগের দায় স্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রীর উচিত অবিলম্বে পদত্যাগ করা। যদিও, কেন্দ্রীয় সরকার সম্পাদক তথা বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা এই ভয়াবহ অভিযোগের কোনও জবাব না দিয়ে মুখে কুলুপ এঁটেছে। “কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের একটি সন্তোষজনক জবাব দেওয়া উচিত অথবা তিনি অবিলম্বে পদত্যাগ করুন। আমরা এই ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি”, বলেন কংগ্রেস সাংসদ জয়পাল রেড্ডি। বিদেশমন্ত্রকের পররাষ্ট্রমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অন্তত ছ’জন মহিলা।

প্রথম যে মহিলা সাংবাদিক প্রায় এক বছর আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁর নাম প্রিয়া রামানি।

এই ব্যাপারে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কোনও জবাব দিতে চাননি।

কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে একমাত্র সরব হয়েছেন মানেকা গান্ধী। তিনি তদন্তের দাবি করেন। তিনি বলেন, “এই ঘটনার তদন্ত হওয়া উচিত। ক্ষমতায় থাকা পুরুষরা প্রায়ই এমন কাজ করে থাকেন। শুধু রাজনীতিই নয়। মিডিয়া বা কোনও সংস্থার পদস্থ কর্তারাও এর বাইরে নন। যাঁদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁরা এখন মুখ খুলছেন আস্তে আস্তে। আমাদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো”।

 

এই মুহূর্তে নাইজিরিয়াতে থাকা এমজে আকবর এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি।    

 

.