তিনটি রাজ্যে পরপর শপথ গ্রহণের পর্ব সম্পন্ন করতে চায় কংগ্রেস
ভোপাল: - শুরুটা হবে রাজস্থান থেকে। সকাল ১০'টা নাগাদ। তিন রাজ্যেই পরপর শপথগ্রহণের পরিকল্পনা করেছে কংগ্রেস।
- সকালবেলায় জয়পুরে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অশোক গেহলৌত। দুপুর ১'টা নাগাদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ভোপালে শপথ নেবেন কমলনাথ। বিকেল ৪'টে নাগাদ রায়পুরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেশ বাঘেল।
- এই তিন রাজ্যের শপথগ্রহণ অনুষ্ঠানেই উপস্থিত থাকার কথা কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও উপস্থিত থাকতে পারেন তিন জায়গাতেই।
- অন্যান্য বিরোধী নেতাদের মধ্যে উপস্থিত থাকতে পারেন এইচ ডি দেবগৌড়া, এইচ ডি কুমারস্বামী, ফারুক আবদুল্লা এবং তেজস্বী যাদব।
- রাজস্থানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আম আদমি পার্টির সঞ্জয় সিং। তাঁর উপস্থিতির সংবাদ ২০১৯ সালে কংগ্রেস ও আম আদমি পার্টির সমীকরণের জল্পনায় যে নতুন 'মশলা' যোগ করবে, তাতে সন্দেহ নেই।
- শপথগ্রহণ অনুষ্ঠানে নিজে না গিয়ে মধ্যপ্রদেশে দীনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- তবে মমতার অনুপস্থিতির থেকেও বেশি জল্পনা চলছে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর অনুপস্থিতি নিয়ে। তার কারণ, তিনি নিজেই মধ্যপ্রদেশে কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
- মায়াবতী, মমতা ছাড়াও অনুপস্থিত থাকবেন অখিলেশ যাদব। যার অর্থ, চলতি বছরের মে মাসে কর্নাটকে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানকে যেমন বিরোধীদের 'মহা-উৎসব' হিসেবে দেখা হচ্ছিল, এখানে তেমনটা হওয়ার সুযোগ নেই।
- বিরোধীদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ডিএমকে রাহুল গান্ধীকে মেনে নেওয়ার পরেই শুরু হল এই নতুন 'শো'।
- পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এই তিন রাজ্যে ক্ষমতায় এলেও মিজোরাম ও তেলেঙ্গানায় সুবিধা করতে পারেনি কংগ্রেস।