This Article is From Dec 17, 2018

তিন রাজ্যেই কংগ্রেসের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ আজঃ ১০'টি তথ্য

আজ, সোমবার এই তিন রাজ্যেই শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। শুরুটা হবে রাজস্থান থেকে।.

তিন রাজ্যেই কংগ্রেসের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ আজঃ ১০'টি তথ্য

তিনটি রাজ্যে পরপর শপথ গ্রহণের পর্ব সম্পন্ন করতে চায় কংগ্রেস

ভোপাল:
  1.  শুরুটা হবে রাজস্থান থেকে। সকাল ১০'টা নাগাদ। তিন রাজ্যেই পরপর শপথগ্রহণের পরিকল্পনা করেছে কংগ্রেস।
  2.  সকালবেলায় জয়পুরে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অশোক গেহলৌত। দুপুর ১'টা নাগাদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ভোপালে শপথ নেবেন কমলনাথ। বিকেল ৪'টে নাগাদ রায়পুরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেশ বাঘেল।
  3.  এই তিন রাজ্যের শপথগ্রহণ অনুষ্ঠানেই উপস্থিত থাকার কথা কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও উপস্থিত থাকতে পারেন তিন জায়গাতেই।
  4.  অন্যান্য বিরোধী নেতাদের মধ্যে উপস্থিত থাকতে পারেন এইচ ডি দেবগৌড়া, এইচ ডি কুমারস্বামী, ফারুক আবদুল্লা এবং তেজস্বী যাদব।
  5.  রাজস্থানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আম আদমি পার্টির সঞ্জয় সিং। তাঁর উপস্থিতির সংবাদ ২০১৯ সালে কংগ্রেস ও আম আদমি পার্টির সমীকরণের জল্পনায় যে নতুন 'মশলা' যোগ করবে, তাতে সন্দেহ নেই।
  6. শপথগ্রহণ অনুষ্ঠানে নিজে না গিয়ে মধ্যপ্রদেশে দীনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  7.  তবে মমতার অনুপস্থিতির থেকেও বেশি জল্পনা চলছে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর অনুপস্থিতি নিয়ে। তার কারণ, তিনি নিজেই মধ্যপ্রদেশে কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
  8.  মায়াবতী, মমতা ছাড়াও অনুপস্থিত থাকবেন অখিলেশ যাদব। যার অর্থ, চলতি বছরের মে মাসে কর্নাটকে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানকে যেমন বিরোধীদের 'মহা-উৎসব' হিসেবে দেখা হচ্ছিল, এখানে তেমনটা হওয়ার সুযোগ নেই।
  9.  বিরোধীদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ডিএমকে রাহুল গান্ধীকে মেনে নেওয়ার পরেই শুরু হল এই নতুন 'শো'।
  10.  পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এই তিন রাজ্যে ক্ষমতায় এলেও মিজোরাম ও তেলেঙ্গানায় সুবিধা করতে পারেনি কংগ্রেস।

.