This Article is From Sep 01, 2019

Assam NRC: তালিকা থেকে বাদ ১৯ লক্ষ মানুষের পাশে কংগ্রেস

১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন তালিকা থেকে। তাঁদের ভবিষ্যত কতটা অনিশ্চিত হয়ে পড়ল এতে? এই নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করলেন দলীয় নেতারা।

Assam NRC: তালিকা থেকে বাদ ১৯ লক্ষ মানুষের পাশে কংগ্রেস

Assam NRC: তালিকার বাইরে থাকা মানুষদের পাশে আছে দল: অধীর চৌধুরী

নয়া দিল্লি:

শনিবার প্রকাশিত হয়েছে অসম নাগরিকত্ব তালিকা (Assam NRC)। ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন সেই তালিকা থেকে। তাঁদের ভবিষ্যত কতটা অনিশ্চিত হয়ে পড়ল এতে? কী হবে তাঁদের প্রকৃত অবস্থান? এই নিয়ে কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করলেন দলীয় নেতারা। সূত্রের খবর, দলীয় নেতৃত্ব তালিকার বাইরে থাকা মানুষদের সম্পর্কে বিশদে জানতে চেয়েছে। এবং তাঁদর আইনি সাহায্য সহ সমস্ত সহায়তা দেবার জন্য আলাদা কমিটি গড়ার কথা ভাবা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, আহমেদ প্যাটেল, এ কে অ্যান্টনি, গোলাম নবী আজাদ, অধীর রঞ্জন চৌধুরী, মুকুল সাংমা এবং গৌরব গগৈয়ের মতো একাধিক প্রবীণ কংগ্রেস নেতা।

নাগরিকত্ত্বের তালিকায় বাদ প্রাক্তন সেনাকর্মী, “অবাক হননি” তিনি

'দল সেই সমস্ত প্রকৃত নাগরিকের পাশে দাঁড়াবে যাঁরা এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন। এবং তাঁদের হয়ে লড়াই চালিয়ে যাবেন শেষ মুহূর্ত পর্যন্ত' পরে এমনটাই জানান কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। 

তিনি আরও জানান, "সরকারের এই তালিকাভুক্ত হতে পারেননি এমন অনেক মানুষ যাঁরা আক্ষরিক অর্থএই অসমবাসী। তাঁদের বঞ্চনা সত্যিই গায়ে বিঁধছে। তাই দলের পক্ষ থেকে দাবি উঠেছে, প্রকৃত নাগরিককে এই তালিভুক্ত করা হোক।"

Assam NRC: এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে অসম শিক্ষার্থীদের সংগঠন

কংগ্রেস নেতা গৌরব গগৈ জানান, অসমে জেলাভিত্তিক মানুষের কাছে তথ্য চাওয়া হয়েছিল। তারপরেও কী করে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েন তালিকা থেকে? এঁদের সবার পাশে রয়েছে কংগ্রেস। তাঁর মন্তব্য, "আসামের প্রতিটি বিভাগই এনআরসি-র তালিকা নিয়ে অসন্তুষ্ট। এমনকি বিজেপি মন্ত্রীরাও এই নিয়ে অভিযোগ করছেন। এনআরসি'র তালিকা সঠিক না হওয়ায় অনেক প্রকৃত ভারতীয় নাগরিককেই অহেতুক আদালতের মুখোমুখি হতে হবে।" কংগ্রেস নেতা মুকুল সাংমা বলেন, "এনআরসি নিয়ে আমাদের দলের অবস্থান খুব স্পষ্ট। যঁরা বঞ্চিত তাঁদের পাশে আমরা আছি।"

যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এনআরসি তালিকা থেকে বাদ পড়া মানুষদের শরণার্থী বলা যাবে না। তাঁদের সরানো যাবে না শরণার্থী শিবিরে। প্রযোজনে তাঁরা বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ৬০ দিন থেকে বাডি়য়ে ১২০ দিন করা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন তাঁরা। 

NRC তালিকায় নাম নেই বিরোধী দলের বিধায়কের

এদিকে কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি টুইটে জানান, "নাগরিকত্ব তালিকায় (এনআরসি) অন্তর্ভুক্ত না হওয়া মানুষদের ভবিষ্যতে ভারতীয় নাগরিকত্ব হয়ত কেড়ে নেওয়াও হতে পারে। এর ফল আরও খারাপ হবে।"

কংগ্রেসের পক্ষ থেকে অসমের বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য তুলে বলা হয়, খোদ মন্ত্রীর আশঙ্কা, এনআরসি তালিকা প্রকাশের পরে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে। যদিও হিমন্ত বলেছেন, এনআরসি তালিকাভুক্ত না হওয়া মানুষদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ, তাঁরা বিদেশি ট্রাইবুনাল বা হাই কোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন।

.