This Article is From Dec 28, 2019

রাজনীতির আঙিনায় এবার যিশু? বিজেপিকে মোক্ষম জবাব কংগ্রেস নেতা শিবকুমারের

Karnataka: কপালিবিতায় ১৩ ফুটের কাঠামোর উপর ১০১ ফুট দীর্ঘ বিশ্বের সর্বোচ্চ যিশু-মূর্তি নির্মাণ করার প্রতিশ্রুতি কংগ্রেসের

রাজনীতির আঙিনায় এবার যিশু? বিজেপিকে মোক্ষম জবাব কংগ্রেস নেতা শিবকুমারের

Jesus Statue: ডি কে শিবকুমার বলেন যে তিনি কর্ণাটকের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করেছেন মাত্র

হাইলাইটস

  • যিশুর মূর্তি তৈরি নিয়ে কর্ণাটক রাজনীতিতে চাপানউতোর
  • ১১৪ ফুটের যিশু মূর্তি বানিয়ে দিচ্ছেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার
  • মূর্তি তৈরির সঙ্গে রাজনীতির যোগ নেই, বললেন তিনি
বেঙ্গালুরু:

কর্নাটকের (Karnataka) হারোবেলে গ্রামের কপালিবিতায় যিশুর মূর্তি তৈরির জন্যে ১০ একর জমি দান করেছেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। আর এই ঘটনা ঘিরেই ওই কংগ্রেস নেতাকে নিশানা করেছে বিজেপি। ৫৭ বছর বয়সী ওই নেতা (DK Shivakumar) ক্রিসমাসে বেঙ্গালুরু থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ওই স্থানে ১১৪ ফুট দীর্ঘ যিশু মূর্তির (Jesus Statue) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মূর্তিটি তৈরি হলে এটিই বিশ্বের সর্বোচ্চ যিশু-মূর্তি হবে বলে দাবি করা হচ্ছে। "এলাকার মানুষ আমায় বলেছিল যে হারোবেলে যিশুখ্রিস্টের একটি মূর্তি চান তাঁরা, কেননা ওই এলাকায় খ্রিস্টের কোনও মূর্তি নেই। আমি তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সাহায্য করব এবং আমি আমার সেই প্রতিশ্রুতি রেখেছি । এটা কোনও রাজনীতি করার জন্যে বা ক্ষমতায় থাকার জন্য নয়। এই ধরণের কাজ আমি আমার জীবনে আত্মতৃপ্তির জন্য করেছি", সংবাদ সংস্থা এএনআইকে বলেন কানাকাপুরার ওই বিধায়ক।

"আমি এমন একটি গ্রাম থেকে নির্বাচিত হয়েছি যেখানে মানুষই আমাকে ভালবাসা এবং শক্তি দিয়েছে। আমার নির্বাচনী এলাকায় আমি শত শত মন্দির তৈরি করেছি। তিনটি স্থানে ৩০ একরও বেশি সম্পত্তি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে দেওয়া হয়েছে। আমি যে সব সম্পত্তি কিনেছি সেগুলো বিভিন্ন সংস্থায় অনুদান হিসাবে দিয়েছি", আরও বলেন তিনি ।

"পাকিস্তানে চলে যান": নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হিংসা থামাতে গিয়ে খোদ পুলিশের নিদান!

কিন্তু কংগ্রেস নেতার এই যিশুখ্রিস্টের মূর্তি তৈরির বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা এবং গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা ট্যুইট করে সমালোচনার সুরে বলেন, কংগ্রেস রাম মন্দির তৈরিতে বাধা দিয়েছে, এদিকে এখন যিশুর মূর্তি তৈরির জন্যে জমি দিচ্ছে। শুক্রবার ম্যাঙ্গালুরু বিমানবন্দরে সাংবাদিকদের সামনে ঈশ্বরাপ্পা বলেন, ‘যিশুর মূর্তি তৈরির বিরোধিতা করছি না। কিন্তু এই পদক্ষেপ শুধুমাত্র ক্রিশ্চান ভোট পেতেই করা হয়েছে। শিবকুমার তো কেম্পে গৌড়ার অনুগামী, আদি চুনচিনগিরি মট স্বামীর ভক্ত। তাহলে তাঁদের মূর্তি তৈরি না করে হঠাত্‍ চার্চকে জমি দেওয়া কেন? হিন্দু ধর্মেও তো বহু দেবতা রয়েছেন, তাঁদের কথা ভাবলেও তো পারতেন।' তিনি কটাক্ষ করে বলেন, এর ফলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তো "এমনকি সিদ্ধারামাইয়াও (কংগ্রেস নেতা) তাঁকে (শিবকুমার) কেপিসিসির সভাপতি হতে এখন আটকাতে পারবেন না।"

"নোটবন্দি ২": সরকারকে সিএএ এবং এনআরসি নিয়ে আক্রমণ করলেন রাহুল গান্ধি

কর্ণাটকের রাজস্বমন্ত্রী আর অশোকা বলেন, যিশুর মূর্তি তৈরির জন্য দেওয়া জমিটি কংগ্রেস নেতার মালিকানাধীন নয়।  "এটি শিবকুমারের সম্পত্তি নয় ... এটি সরকারি জমি। আমি জানি না তিনি (শিবকুমার) কী অর্থে বলেছেন যে তিনি কিনেছেন এবং দান করেছেন... এভাবে কেউ কাউকে অনুদান দিতে পারে না। আমি এই বিষয়ে রামনগরের জেলা শাসকের কাছ থেকে একটি রিপোর্ট তলব করেছি", সংবাদ সংস্থা পিটিআইয়ের সামনে বলেন তিনি।

দেখুন এই ভিডিও:

.