This Article is From Mar 08, 2019

লোকসভার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস, রয়েছেন সোনিয়া-রাহুল, নেই প্রিয়াঙ্কা

সম্প্রতি কংগ্রেস জানিয়ে দিয়েছিল যে, উত্তরপ্রদেশের ৮০-টি আসন থেকেই লোকসভা নির্বাচনে লড়াই করবে তারা। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট করে নেওয়ার ফলেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয় শতাব্দীপ্রাচীন দলটি।

প্রথম তালিকায় নাম রয়েছে সোনিয়া ও রাহুলের।

নিউ দিল্লি:

বৃহস্পতিবার সন্ধেবেলা আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নিজেদের প্রার্থীদের নামের প্রথম তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস। তার মধ্যে চারজন প্রার্থী গুজরাটের আর ১১ জন প্রার্থী উত্তরপ্রদেশের। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর বর্তমান আসন অমেঠি থেকেই লড়াই করবেন। তাঁর মা তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও লড়াই করবেন তাঁর কেন্দ্র রায়বরেলি থেকে। গত ২০০৪ সাল থেকে যে কেন্দ্র থেকে জিতে আসছেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে অমেঠি ও রায়বরেলি এই দুই আসন থেকেই জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থীরা। প্রসঙ্গত, যে প্রথম ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় নাম নেই প্রিয়াঙ্কা গান্ধী বঢরার।

সম্প্রতি সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন তিনি। পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন। এর আগে রাজনৈতিকমহলে জল্পনা চলছিল যে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা তাঁর মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলি থেকে লড়াই করতে পারেন এবারে। এর আগে, একের পর এক লোকসভা নির্বাচন জুড়ে তিনি কেবল সোনিয়া ও রাহুলের জন্য প্রচারেই অংশ নিয়েছেন। রায়বরেলি ও অমেঠিতে।

সম্প্রতি কংগ্রেস জানিয়ে দিয়েছিল যে, উত্তরপ্রদেশের ৮০-টি আসন থেকেই লোকসভা নির্বাচনে লড়াই করবে তারা। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট করে নেওয়ার ফলেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয় শতাব্দীপ্রাচীন দলটি।

দলের সভাপতি রাহুল গান্ধীও গত মাসেই সাফ জানিয়ে দিয়েছিলেন যে, উত্তরপ্রদেশে ফ্রন্টফুটে গিয়েই খেলবে কংগ্রেস।  

.