Read in English
This Article is From Jul 06, 2019

সাধারণ মানুষের আরও কাছে পৌঁছানোর জন্য আজ বারাণসীতে প্রধানমন্ত্রী

আজ সকালে টুইট করে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে, তিনি আজ বারাণসীতে যাবেন

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী BJP's membership drive-এর সূচনা করতে চেলেছ
  • আজ তিনি লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তি উন্মোচন করবেন
  • লোকসভা ভোটে জয়লাভের পর দ্বিতীয়বার বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউ দিল্লি:

আজ নিজের নির্বাচনী ক্ষেত্র, মন্দিরের শহর বারাণসীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দ্বিতীয় বার প্রচুর ভোটে জয়লাভ করার পরে, তিনি আজ পা রাখবেন বারাণসীতে। আসলে BJP membership drive-এর সূচনা করাই তাঁর প্রধান লক্ষ্য। এই বছরের এপ্রিল মাসে ভোট ছিল বারাণসীতে, সেখান থেকে বিপুল ভোটে জয়লাভ করার পর  উত্তর প্রদেশের এই মন্দিরের শহরে দ্বিতীয় বার পা রাখছেন তিনি।আজ সকালে টুইট করে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে, ''ড. শ্যামা প্রসাদ মুখার্জির শুভ জন্ম জয়ন্তীর দিনেই আমি @BJP4India Membership Drive-এর সূচনা করতে চাই। আমি এই অনুষ্ঠানের শুভ সূচনা কাশির পথ ধরেই করতে চাই। ভবিষ্যতে প্রতিটি বিজেপি পরিবারকে এক সূত্রে বেঁধে রাখবে এই ড্রাইভ। এতে করে আমাদের দলের শক্তি বৃদ্ধি পাবে।''

গতকাল অর্থাৎ শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পার্লামেন্টে এই বছরের বাজেট পেশ করেছেন। তিনি জানিয়েছেন আগামী পাঁচ বছরে $৫ ট্রিলিয়নেই দেশ করে তোলাই তাদের লক্ষ্য। 

সকাল দশটা নাগাদ মন্দিরের শহরে পা রাখার কথা তাঁর, বিমান বন্দর থেকেই তিনি সোজা চলে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তি উন্মোচন করতে। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকবেন  উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক, বিজেপির কর্মী সভাপতি জেপি নন্দা এবং কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ড্যে। 

সেখানে পৌঁছানোর পর মোদী দীনদয়াল উপাধ্যায় ব্যবসায়ী সমিতির প্রায় ৫০০০ পার্টি কর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেখান থেকেই তিনি Membership Drive-এর সূচনা করবেন।লোকসভা নির্বাচনে জয়লাভ করার
পরেই, তাঁর সরকারের ওপর জন সাধারণ আস্থা রাখার জন্য, ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে ২৭ মে তে বারাণসীতে গেছিলেন প্রধানমন্ত্রী মোদী।  

 প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিনি আজ মন মহল ভার্চুয়াল মিউজিয়াম এবং দশাশ্বমেধের ঘাটেও যাবেন। (ফাইল)

Advertisement
Advertisement