This Article is From Nov 26, 2019

Constitution Day 2019: কেন পালিত হয় সংবিধান দিবস?

১৫ অগাস্ট স্বাধীন হওয়ার পর এই দিন ভারতে প্রথম সংবিধান রচনা করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. ভীম রাও আম্বেদকর।

Constitution Day 2019: কেন পালিত হয় সংবিধান দিবস?

Constitution Day 2019: স্বাধীন ভারতের প্রথম সংবিধান রচিত হয়েছিল এই দিনে (ফাইল চিত্র)

নয়া দিল্লি:

১৯৪৭ সালের ২৬ নভেম্বর। ১৫ অগাস্ট স্বাধীন হওয়ার পর এই দিন ভারতে প্রথম সংবিধান রচনা করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. ভীম রাও আম্বেদকর (Dr Bhim Rao Ambedkar)। দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি তাঁর এই অবদানকে সম্মান জানাতেই ২০১৫ সাল থেকে আজকের দিনটি ভারতীয় রাজনীতিতে সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছে। এবছর সেই উৎযাপনের পাঁচ বছর।

এই বছরে জানুয়ারি থেকে মার্চে দেশে কমেছে বেকারত্ব! প্রকাশ্যে এল জাতীয় পরিসংখ্যান

উল্লেখ্য, ভারতীয় সংবিধানের খসড়া চূড়ান্তকরণকারী কমিটির প্রধান ছিলেন বিআর আম্বেদকর। খসড়াটি তৈরি করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। এর আগে এর আগে ২৬ নভেম্বর দিনটি জাতীয় আইন দিবস হিসাবে পালিত হত। রবিবার বেতারে ‘মন কি বাত' অনুষ্ঠানে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আশা '' সংবিধান দিবস''  পালনের মাধ্যমে দেশের সংবিধানের গুরুত্ব-আদর্শ এবং মূল্যবোধের প্রতি সবাই আরও সজাগ হবেন। মোদি আরও বলেন, এবছরের সংবিধান দিবস অন্যান্য বছরের থেকে আরও গুরুত্বপূর্ণ কারণ, এবছর সংবিধান তৈরির ৭০ বছর পূর্ণ করল দেশ।

.