বেসরকারি সংস্থা আধার কার্ড চাইতে পারবে না।
হাইলাইটস
- আধার মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট
- বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা মানে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা নয়
- মোবাইল সংস্থা গ্রাহকের আধার নম্বর চাইতে পারে না
নিউ দিল্লি:
আধারের সাংবিধানিক গ্রাহ্যতাও আছে। এমনিতে বিভিন্ন খাতে আধার ব্যবহার করে আসা কেন্দ্রীয় সরকার জানিয়েছে কয়েকটি ব্যতিক্রম ছাড়া তারাও ব্যক্তিগত অধিকারকে সম্মান করে। একনজরে দেখে নিন আধার রায়ের পর কী কী পরিবর্তন হল।
আধার রায়ের পর 5টি গুরুত্বপূর্ণ তথ্য
বেসরকারি সংস্থা আধার কার্ড চাইতে পারবে না।
আর তাই মোবাইল সংস্থা গ্রাহকের আধার নম্বর চাইতে পারে না।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে না।
ভর্তির সময় আধার কার্ড চাইতে পারবে না স্কুলও।
প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে।
Post a comment