தமிழில் படிக்க
This Article is From Sep 26, 2018

আধার রায়ের পর কোন কোন নিয়মে বদল আসবে, জেনে নিন পাঁচটি তথ্য

আধার মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা মানে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা নয়।

Advertisement
অল ইন্ডিয়া

বেসরকারি সংস্থা আধার কার্ড চাইতে পারবে না। 

Highlights

  • আধার মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট
  • বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা মানে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা নয়
  • মোবাইল সংস্থা গ্রাহকের আধার নম্বর চাইতে পারে না
আধারের সাংবিধানিক গ্রাহ্যতাও আছে। এমনিতে বিভিন্ন খাতে আধার ব্যবহার করে আসা কেন্দ্রীয় সরকার জানিয়েছে কয়েকটি ব্যতিক্রম ছাড়া তারাও ব্যক্তিগত অধিকারকে সম্মান করে। একনজরে দেখে নিন আধার রায়ের পর কী কী পরিবর্তন হল।

আধার রায়ের পর 5টি গুরুত্বপূর্ণ তথ্য

  1. বেসরকারি সংস্থা আধার কার্ড চাইতে পারবে না। 
     

  2. আর তাই মোবাইল সংস্থা গ্রাহকের আধার  নম্বর চাইতে পারে না। 
     

  3. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে না। 
     

  4. ভর্তির সময় আধার কার্ড চাইতে পারবে না স্কুলও। 
     

  5. প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে।   

  6. Advertisement

 

Advertisement