This Article is From Aug 30, 2018

মালয়েশিয়া থেকে উদ্ধার বাংলার ন'জন শ্রমিক

মালয়েশিয়াতে আটকা পড়ে গিয়েছিলেন রাজ্যের ন’জন নির্মাণ শ্রমিক। তাঁদের উদ্ধার করা হয়েছে বলে জানালেন কংগ্রেস সাংসদ মৌসম নূর।

মালয়েশিয়া থেকে উদ্ধার বাংলার ন'জন শ্রমিক

ওই ন’জন শ্রমিক মালয়েশিয়া গিয়েছিলেন চলতি বছরের মে-জুন মাসের মাঝামাঝি।

মালদহ:

মালয়েশিয়ায় কাজে গিয়ে  আটকে পড়েছিলেন রাজ্যের ন’জন নির্মাণ শ্রমিক। তাঁদের উদ্ধার করা হয়েছে বলে জানালেন কংগ্রেস সাংসদ মৌসম নূর। এক এজেন্টের মাধ্যমে ওই ন’জন শ্রমিক মালয়েশিয়া গিয়েছিলেন চলতি বছরের মে-জুন মাসের মাঝামাঝি। কিন্তু, চুক্তি অনুযায়ী কোনও সুবিধাই পাননি তাঁরা সেখান থেকে। তাঁদের পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছিল। একটি বিবৃতি দিয়ে আজ সংবাদমাধ্যমকে এই কথা জানান মালদহ উত্তর কেন্দ্রের সাংসদ মৌসম নূর। ওই বিবৃতিটিতে এও বলা হয়েছে যে, মালয়েশিয়ার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট নির্মাণ শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই শ্রমিকদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মৌসম নূর।

এই ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে, যখন ওই আটকে পড়া শ্রমিকরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের পরিবারের লোকরা তারপর মৌসম নূরের দারস্থ হন।

তিনি মালয়েশিয়ার ভারতীয় দূতাবাসকে গত 28  অগস্ট ঘটনাটি সম্বন্ধে অবগত করার পর দূতাবাসের পক্ষ থেকে উদ্ধারকার্য শুরু করা হয় বলে জানা গিয়েছে।

আজ একটি ই-মেল মারফৎ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় যে, ওই শ্রমিকদের ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তাঁদের দেশে পাঠানোর ব্যবস্থা চলছে এখন।

.