தமிழில் படிக்க Read in English
This Article is From Nov 28, 2018

শিখ বিরোধী দাঙ্গায় ৮৮ জনের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট

প্রাক্তন প্রধানমন্ত্রী  ইন্দিরা গান্ধির মৃত্যুর পর এই ঘটনা ঘটে              

Advertisement
অল ইন্ডিয়া

প্রাক্তন প্রধানমন্ত্রী  ইন্দিরা গান্ধির মৃত্যুর পর এই ঘটনা ঘটে।                      

Highlights

  • শিখ বিরোধী দাঙ্গায় ৮৮ জনের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট
  • প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুর পর এই ঘটনা ঘটে
  • ৯৫টি দেহ উদ্ধাররে পরও খুনের মামলা হয়নি বলে সমালোচনা করে কোর্ট
নিউ দিল্লি :

১৯৮৪ সালের  দিল্লির শিখ  বিরোধী  দাঙ্গায় ৮৮ জনের সাজা বহাল রাখল  দিল্লি হাইকোর্ট। প্রাক্তন প্রধানমন্ত্রী  ইন্দিরা গান্ধির মৃত্যুর পর এই ঘটনা ঘটে।

প্রবীণ আইনজীবী  এইচ এস ফুলকা বলেন এটি একটি ঐতিহাসিক রায়। আইনজীবী বলেন, ৯৫ জনের মৃতদেহ উদ্ধার হওয়ার পরও খুনের মামলা হয়নি  বলে  সমালোচনা  করে আদালত।    

 

সার্ক সম্মেলনে থাকছে না ভারত, পাকিস্তানকে সন্ত্রাস বন্ধ করতে বললেন সুষমা

Advertisement

 

 ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মাসে  নিজের শিখ দেহরক্ষীর  গুলিতে প্রাণ  হারান    ইন্দিরা গান্ধি। তারপর দিল্লির ত্রিলোকপুরিতে  ভয়াবহ সন্ত্রাস হয়।  ঘটনার এফআইআর থেকে  জানা যায় সেদিন ৯৫ জন মানুষের মৃত্যু হয়। তাছাড়া ১০০টি বাড়িতে আগুন ধরিয়ে  দেওয়া  হয়।  উত্তেজনা  ছড়ানোর  অভিযোগে ১০০ জনেরও বেশি মানুষ গ্রেফতার হয়।      

Advertisement

২০১৫ সালে  কেন্দ্রীয়  সরকার সিদ্ধান্ত নেয় ২২০টিরও বেশি বন্ধ হয়ে যাওয়া  মামলার তদন্ত করতে স্পেশাল ইনভিস্টেটিগেশন টিম গঠন করা  হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি  জি পি মাথুরের নেতৃত্বে তৈরি একটি বিচার  বিভাগীয় কমিশনও একথাই বলেছেন। দুই কংগ্রেস নেতা  সজ্জন কুমার এবং  জগদীশ টাইটলারের নামেও দায়ের হয় অভিযোগ।             

 

Advertisement