This Article is From Dec 06, 2018

হাইকোর্টের রায়ের পরও রথযাত্রা নিয়ে আশা ছাড়ছে না বিজেপি

বিজেপিকে  রথযাত্রা করার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনই হাল ছাড়াতে রাজি নয় তারা।

হাইকোর্টের রায়ের পরও রথযাত্রা নিয়ে আশা ছাড়ছে না বিজেপি

হাইকোর্টে শেষ পর্যন্ত কী হয় দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবছে বঙ্গ বিজেপি।

হাইলাইটস

  • বিজেপিকে রথযাত্রা করার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট
  • কোর্ট বলে দিয়েছে ৯ জানুয়ারির আগে কোনও যাত্রা করতে পারবে না বিজেপি
  • আদালত যাই ব্লুক রথযাত্রা নিয়ে হাল ছাড়াতে রাজি নয় তারা
কলকাতা:

বিজেপিকে  রথযাত্রা করার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনই হাল ছাড়াতে রাজি নয় তারা। কোচবিহার থেকে কাল  বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। বিজেপি সভাপতি অমিত শাহরও  উপস্থিত  থাকার কথা। কিন্তু অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। বলে দিয়েছে ৯ জানুয়ারির  আগে  কোনও যাত্রা করতে পারবে না বিজেপি। তবে  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যেহেতু তাঁরা ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন তাই  সিঙ্গল বেঞ্চের রায় কাল সকাল পর্যন্ত বহাল রয়েছে।        

  ফের হামলা দিলীপ ঘোষের গাড়িতে, "এই নিয়ে দশমবার হামলা", বললেন তিনি                       

এদিকে  কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের  বিচারপতি তপোব্রত চক্রবর্তীর রায়ের বিরুদ্ধে  প্রধান বিচারপতির দ্বারস্থ হয় বিজেপি। তাদের দাবি ছিল প্রস্তাবিত রথযাত্রার আগে  হাতে একেবারেই সময় নেই। তাই  আদালতের কাজের সময় শেষ হয়ে গেলেও শুনানি করা দরকার। তার জন্য  বিশেষ বেঞ্চ গঠন করে দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। কিন্তু সেই আবেদনে রাজি হননি তিনি। এরপর তিনি বলেন কাল  শুক্রবার সকাল সাড়ে দশটার সময়  বিষয়টি বিবেচনা করবেন।

 অন্যদিকে  কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত কী হয় দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবছে বঙ্গ বিজেপি। দিলীপ জানান তাঁরা কোনও কর্মসূচিই বাতিল করছেন না। তাঁর আরও দাবি পূর্ব  নির্ধারিত সূচি অনুযায়ী আসবেন বিজেপি সভাপতি অমিত শাহও। হবে  জনসভাও।   

                                         
      

.