Read in English
This Article is From Jun 02, 2020

দেশে করোনা আক্রান্ত ১.৯৮ লক্ষ মানুষ, মৃত্যু ৫,৫৯৮ জনের

Coronavirus In India: গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর ছোবলে মারা গেছেন আরও ২০৪ জন, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,১৭১ জন

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus in India: দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে

Highlights

  • দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
  • গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর ছোবলে মারা গেছেন আরও ২০৪ জন
  • ভারতে মোট করোনা আক্রান্ত ১.৯৮ লক্ষ মানুষ
নয়া দিল্লি:

ভারতে মহামারী হিসাবে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস, সব মিলিয়ে এদেশে করোনা (Coronavirus) আক্রান্ত ১.৯৮ লক্ষ মানুষ, মৃত্যু হয়েছে ৫,৫৯৮ জনের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,১৭১ জন। একদিনের মধ্যে ৭,০০০ এরও বেশি মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা এই নিয়ে পঞ্চম দিনে পড়লো এবং এই নিয়ে পরপর ৩ দিন ২৪ ঘণ্টার মধ্যে ৮,০০০ এরও বেশি মানুষ আক্রান্ত হলেন।

এছাড়াও, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর ছোবলে মারা গেছেন আরও ২০৪ জন। তবে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সেরে উঠছেনও বহু মানুষ। দেশে এখনও পর্যন্ত করোনার থেকে সুস্থ হয়েছেন ৯৫,৫২৭ জন। তবে গোটা এশিয়া মহাদেশের মধ্যে করোনা সংক্রমণের বিচারে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ভারতই, আর গোটা বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় এখন সপ্তমে এই দেশ। 

Advertisement