This Article is From May 14, 2020

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩৪, আক্রান্ত ৩,৭২২ জন: ১০টি তথ্য

Coronavirus: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৭৮,০০৩ জন, তবে প্রায় ২৬,২৩৫ জন সুস্থও হয়ে উঠেছেন ওই রোগ থেকে, কিন্তু মৃত্যু হয়েছে মোট ২,৫৪৯ জনের

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩৪, আক্রান্ত ৩,৭২২ জন: ১০টি তথ্য

Coronavirus in India: দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে

হাইলাইটস

  • করোনা সংক্রমণ থেকে বাঁচতে জারি রয়েছে লকডাউন
  • তবু দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৭৮,০০৩
  • সারা ভারতে কোভিড- ১৯ এর প্রকোপে মারা গেছেন ২,৫৪৯ জন মানুষ
নয়া দিল্লি: করোনা সংক্রমণের (Coronavirus) গতি রুখতে লাগাতার চেষ্টা করা হলেও কিছুতেই যেন বশে আনা যাচ্ছে না ওই ভয়ঙ্কর সংক্রামক রোগটিকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান মতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশ জুড়ে মোট করোনা (COVID- 19) আক্রান্ত ৭৮ হাজারেরও বেশি মানুষ। গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ ও তার জেরে মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় ভুগে মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৭২২ জন নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা মোট ৭৮,০০৩ জন, মারা (Coronavirus Death) গেছেন সব মিলিয়ে ২,৫৪৯ জন। তবে এপর্যন্ত দেশে ওই মারণ রোগের প্রভাব কাটিয়ে সুস্থ হয়েছেন ২৬,২৩৫ জন। কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান মতে, এখনও পর্যন্ত নভেল করোনা ভাইরাস থেকে পুনরুদ্ধারের হার ৩৩.৬৩ শতাংশ। এদিকে মঙ্গলবারই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। তবে এবার বেশ কিছু বিধিনিষেধ শিথিল হবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে দেশের মানুষের পকেটে টান। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সব মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই জরুরি অবস্থায়প্রধানমন্ত্রীর নাগরিক তহবিল থেকে দেশের মানুষকে সহায়তা এবং ত্রাণ দিতে ৩,১০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছে সরকার। করোনা ভাইরাসের সংকট মোকাবিলাতেই ওই অর্থ ব্যবহার করা হবে এই ঘোষণা করে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, "৩,১০০ কোটি টাকার মধ্যে প্রায় ২,০০০ কোটি টাকা ভেন্টিলেটর কেনার জন্য বরাদ্দ করা হবে, বাতি এক হাজার কোটি টাকা পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এবং ১০০ কোটি টাকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্যে ভ্যাকসিন তৈরির কাজে সহায়তা করবে"।

এখানে রইল ১০'টি তথ্য:

  1. দেশের মধ্য়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে রাজ্যের তা হল মহারাষ্ট্র। সেখানে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্ত ২৫৯২২ জন। এদিকে COVID-19 এ আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে অন্যান্য রাজ্যগুলিতেও। মোট ৯,২৬৭ জন আক্রান্ত গুজরাটে এবং তামিলনাডুতে আক্রান্ত ৯,২২৭ জন।
     

  2. এদিকে ভারতীয় রেল ঘোষণা করেছে, আগামী ২২ মে থেকে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদেরও টিকিট দেওয়া শুরু করবে তারা। বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই টিকিট শুধু বর্তমানে পরিষেবারত ১৫ জোড়া ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, আরও বেশ কিছু ট্রেন চলবে যার বিষয়ে "যথাসময়ে জানানো হবে"। এর ফলে এও ইঙ্গিত মিলল যে মেল, এক্সপ্রেস ট্রেনের পরিষেবাও এবার বাড়ানোর কথা ভাবছে রেলমন্ত্রক।
     

  3. কেন্দ্র মধ্যবিত্তদের জন্যেও ত্রাণ ঘোষণা করেছে। জনগণের হাতে যাতে আরও নগদ টাকার জোগান থাকে তাই সরকার বেসরকারী বেতনভুক্তদের যে টিডিএস দিতে হয়, তার নির্দিষ্ট অর্থ প্রদানের ক্ষেত্রে ২৫ শতাংশ হ্রাস করেছে। একইভাবে ছাড় দেওয়া হচ্ছে টিসিএসের ক্ষেত্রেও।

  4. এদিকে আগামী তিন মাসের জন্য কর্মচারীদের ইপিএফের ক্ষেত্রেও নয়া ঘোষণা করেছে সরকার। সমস্ত প্রতিষ্ঠানেই এবার নিয়োগকর্তা ও কর্মচারী দু'জনের কাছ থেকেই যে ১২ শতাংশ অর্থ সংগ্রহ করা হত, তা এখন কমিয়ে ১০ শতাংশ করা হবে।
     

  5. দিল্লির বৃহত্তম পাইকারি ফলমূল ও শাকসবজির বাজারগুলির মধ্যে অন্যতম গাজীপুর মাণ্ডি স্যানিটাইজেশনের জন্যে দু'দিন বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি এই বাজারের সচিব এবং সহ-সচিবের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
     

  6. এদিকে বুধবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে যে এখনই পুরোপুরি করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত হওয়া যাবে না, তাই সারা বিশ্বের মানুষকে এই রোগের সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে শিখতে হবে। হু-এর জরুরি নির্দেশক মাইকেল রায়ান বলেন, "এই প্রথমবার একেবারে নতুন একটি ভাইরাস মানুষের শরীরে বাসা বেঁধেছে প্রবেশ করেছে। তাই এর থেকে এখনই যে রেহাই পাবো তার ঠিক নেই বা কবে বিজয়ী হব তার অনুমান করাও খুব কঠিন"।
     

  7. কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়িও NDTV- কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "আমাদের করোনাকে সঙ্গে নিয়েই বেঁচে থাকার অভ্যাস করতে হবে। এটা কোনও প্রাকৃতিক ভাইরাস নয়, এটা পুরোপুরি কৃত্রিম ভাইরাস। এখন বিশ্বের অনেক দেশই একে আটকাতে ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা করছে, কিন্তু এখনও সেই ভ্যাকসিনটি পাওয়া যায় নি। যত দ্রুত ভ্যাকসিনটি তৈরি হবে, তত তাড়াতাড়ি একে দমানো যাবে"।
     

  8. উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে জাতীয় সড়কে ৬ জন পরিযায়ী শ্রমিককে পিষে দিয়ে চলে গেছে একটি সরকারি বাস, ওই ৬ জনের মৃত্যুর পাশাপাশি ২ জন পরিযায়ী শ্রমিক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ জানিয়েছে, করোনা ভাইরাস লকডাউনের কারণে পঞ্জাব থেকে হেঁটে বিহারের বাড়িতে যাচ্ছিলেন ওই পরিযায়ী শ্রমিকরা। বাসটি খালি ছিল এবং চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। 
     

  9. পাশাপাশি বৃহস্পতিবার সকালেই মধ্যপ্রদেশের গুণায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ৫৪ জন। ভোর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।
     

  10. করোনা ভাইরাস গোটা বিশ্বে শুধু শারীরিকই নয়, বিরাট মানসিক সঙ্কটও তৈরি করেছে, বৃহস্পতিবার জানাল রাষ্ট্রসংঘ। এই মহামারীর ফলে মানুষের মধ্যে যে মানসিক সমস্যাগুলি তৈরি হয়েছে তা কাটাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই সংস্থার তরফে।



Post a comment
.