This Article is From Aug 12, 2020

দেশে করোনা সংক্রমণ ২৩ লক্ষ ২৯ হাজার! সুস্থতার হার বেড়ে ৭০%, দেখুন ১০ তথ্য

Coronavirus Recovery Rate: একদিনের বিচারে দেশে বেড়েছে সুস্থতার হার আর কমেছে সংক্রমণ। এখনও পর্যন্ত ১৬,৩৯,৫৯৯ জন সংক্রমিত। আরোগ্যের হার ৭০.৩৭%।

দেশে করোনা সংক্রমণ ২৩ লক্ষ ২৯ হাজার! সুস্থতার হার বেড়ে ৭০%, দেখুন ১০ তথ্য

দেশে সুস্থতার হার ৭০.৩৭%।

নয়াদিল্লি:
  1. মহারাষ্ট্রে সংক্রমিত ৫,৩৫,৬০১ জন। এযাবৎকাল মৃত ১৮,৩০৬ জন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
  2. মহাারাষ্ট্রের পরেই সংক্রমণের বিচারে দ্বিতীয় তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে সংক্রমিত ৩,০৮,৬৪৯ জন। একদিনে সংক্রমিত ৫৮৩৪ জন 
  3. সম্প্রতি কর্নাটকেও বেড়েছে সংক্রমণ। সে রাজ্যে মোট সংক্রমিত এক লক্ষ আশি হাজার ছাড়িয়েছে। সক্রিয় সংক্রমণ ৮০ হাজার। হোম আইসোলনের নিয়মে বদল এনেছে দক্ষিণের এই রাজ্য। সে রাজ্যে এখনও পর্যন্ত মৃত ৩৩৯৮ জন
  4.  করোনা পরীক্ষার নিরিখে দেশে রেকর্ড গড়ল গোয়া। মঙ্গলবার এই দাবি করেছেন, সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত রানে। এখনও পর্যন্ত ১,৫৩,৭৯২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। উপকূলীয় এই রাজ্যে মোট সংক্রমিত ৯,৪৪৪ জন
  5.  গত একসপ্তাহে ভারতে একদিনে সংক্রমণের হার আমেরিকা ও ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে। বিশ্বে মোট সংক্রমণের ২৩% আর মোট মৃত্যুর ১৫ শতাংশের অংশীদার ভারত
  6. আইসিএমআর-এর পরিসংখ্যান এখনও পর্যন্ত দেশে ২,৬০,১৫,২৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। মঙ্গলবার, একদিনে ৭,৩৩,৪৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে 
  7. মঙ্গলবার সর্বাধিক সংক্রমিত দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "এই দশটি রাজ্য সংক্রমণ কমাতে পারলেই করোনা যুদ্ধে জিতবে ভারত।"
  8. এদিকে, রাশিয়া ঘোষণা করেছেন করোনার প্রথম টিকা তারাই আবিষ্কার করেছে। এমনকী, প্রথম ডোজটি দেওয়া হয়েছে পুতিন-কন্যাকে
  9. আমেরিকায় এখনও পর্যন্ত সংক্রমিত ৫.১৪ মিলিয়ন। মৃতের সংখ্যা এক লক্ষ ষাট হাজার ছাড়িয়েছে। এমনটাই দাবি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 
  10. গত প্রায় আট মাসে এই সংক্রমণ বিশ্বব্যাপী ৭ লক্ষ ৪১ হাজার মানুষের মৃত্যুর কারণ। ২ কোটির উপর মানুষ সংক্রমিত

.