Coronavirus: দেশে লকডাউন জারি করা হলেও আটকানো যায়নি করোনা ভাইরাসের সংক্রমণ
হাইলাইটস
- গত ২৪ ঘণ্টায় আরও ৮.৯০৯ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে
- ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২,০৭,৬১৫ জন
- করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৫,৮১৫ জনের
নয়া দিল্লি: ভারতেও যেন ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনা ভাইরাস (Coronavirus)! গত ২৪ ঘণ্টায় এদেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৮,৯০৯ জন। সব মিলিয়ে গোটা দেশে ওই মারণ ভাইরাসে (Coronavirus cases in India) আক্রান্ত ২.০৭ লক্ষ মানুষ। এখনও পর্যন্ত কোভিড- ১৯ (COVID- 19) ভারতে প্রাণ কেড়েছে ৫,৮১৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট করোনা আক্রান্ত ২,০৭,৬১৫ জন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আপ্রাণ লড়ছেন কোভিড- ১৯ ভাইরাসের বিরুদ্ধে। এই করোনা যোদ্ধাদের রুখে দাঁড়ানোর ফলে এখনও পর্যন্ত দেশের বহু মানুষ ওই মারণ রোগে আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠেছেন। দেশে করোনা ভাইরাস থেকে পুনরুদ্ধারের হার বুধবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৮.৩১ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মোট ১,০০,৩০৩ জন করোনা রোগী সুস্থ হয়ে জীবনের পথে ফিরে গেছেন।
রাজ্যেও করোনার দাপাদাপি, একদিনের মধ্যেই নতুন করে আক্রান্ত আরও ৩৯৬ জন, মৃত ১০
দেশের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ওই রাজ্যে ৭২,০০০ এরও বেশি মানুষ কোভিড- ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখনও করোনা ভাইরাসের হটস্পটই রয়ে গেছে উদ্ধব ঠাকরের রাজ্য।
তবে এখন মহারাষ্ট্রের পরেই করোনা সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, ওই রাজ্যে এই নিয়ে পরপর ৩ দিন দৈনিক ১ হাজারেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে মারণ রোগটি। দক্ষিণের রাজ্যটিতে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত মোট ২৪,৫৮৬ জন।
করোনা পরিস্থিতি পেরিয়ে ফের ঘুরে দাঁড়াবে ভারত, বৃদ্ধি হবেই, বললেন প্রধানমন্ত্রী
এদিকে পশ্চিমবঙ্গেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড- ১৯ রোগীর সংখ্যা। রাজ্য সরকারি পরিসংখ্যান মতে, গত একদিনের মধ্যেই এরাজ্যে (West Bengal) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৯৬ জন, মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে ওই ১০ জন রোগী মারা যাওয়ায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৩ জনে। যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে কলকাতা থেকে আছেন ৮ জন এবং বাকি ২ জন উত্তর চব্বিশ পরগনা ও বীরভূম জেলার বাসিন্দা ছিলেন।
পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া মেডিকেল বুলেটিনে জানা গেছে, এখনও পর্যন্ত এরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৭২ এ। এর মধ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪২৩ জন।