ক্লাবের সদস্যরা নিজেদের সাধ্যমতো আর্থিক অনুদান দেন
কলকাতা: রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলায় তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Relief Fund)। বিভিন্ন ক্ষেত্রের একাধিক ব্যক্তি সেই তহবিলে দান করেছেন। এবার মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে দান করলেন পূর্ব বর্ধমানের মেমারি ২ নং ব্লকের কানপুর গ্রামবাসীরা। শুক্রবার মেমারি ১ নম্বর বিডিও অফিসে স্থানীয় বিধায়ক নার্গিস বেগমের হাতে ১১,১০০ টাকা আর্থিক সাহায্য তুলে দেন তাঁরা।
দিল্লির জমায়েতের ঘটনায় যুক্তদের মধ্যে ৬৪৭ জন গত দু'দিনে করোনা পজিটিভ
কানপুর বাবা পঞ্চানন ফার্মাস ক্লাবের কর্মকর্তারা জানান, সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান এবং সামাজ সচেতনতামূলক কর্মসূচী এবং অনুষ্ঠান করা হয় ক্লাবের তরফে। মুখ্যমন্ত্রী করোনা ভাইরাস নিয়ে তহবিল গঠনের ঘোষণা জানানোর পরেই, ক্লাবের তরফে সেই তহবিলে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের সদস্যরা নিজেদের সাধ্যমতো আর্থিক অনুদান দেন।
ক্লাবের তরফে ১১,১০০ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ক্লাবের তরফে
ক্লাবের সম্পাদক দেবপ্রসাদ কর্মকার বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই আর্থিক সাহায্য দিলাম, করোনা আক্রান্তদের সুচিকিৎসা এবং এই মহামারী থেকে যাতে দ্রুত বাংলা মুক্তি পায় তার জন্যই এই আর্থিক অনুদান”। ক্লাবের তরফে রাজ্যের সকল মানুষকে লকডাউন মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়।