অবসর কাটাতে তাসের আসর বসানোই কাল হল। (প্রতীকী)
অমরাবতী: সময় কাটছিল না কিছুতেই। এই পরিস্থিতিতে বন্ধুবান্ধব, প্রতিবেশীদের সঙ্গে তাসের আসর বসিয়েছিলেন এক ট্রাক চালক। এর ফলে ২৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হলেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)বিজয়ওয়াড়া শহরের এক লোকালয়ে। শনিবার কৃষ্ণ জেলার কালেক্টর এ মহম্মদ ইমতিয়াজ একথা জানিয়েছেন। পাশাপাশি বিজয়ওয়াড়ার আরও এক অঞ্চলে আর এক ট্রাক চালকের কারণে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এর ফলে গত দু'দিনে এই দু'টি ঘটনার ফলে ৪০ জন নতুন করে আক্রান্ত হলেন এখানে।
বিজয়ওয়াড়ার কৃষ্ণ লঙ্কা লোকালয়ের এক ট্রাক চালক সময় কাটানোর জন্য তাসের আসর বসিয়েছিলেন। যোগ দিয়েছিলেন বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা। এদিকে মহিলারাও দল বেঁধে তাম্বোলা খেলা শুরু করেন। এর ফলে সেখানে ২৪ জন করোনা আক্রান্ত হন।
ইমতিয়াজ জানাচ্ছেন, একই ঘটনা ঘটেছে কর্ণিকা নগরে। সেখানে এক ট্রাক চালক সামাজিক মেলামেশা করতে গেলে ১৫ জন আক্রান্ত হন। তিনি একটি রেকর্ড করা ভয়েস মেসেজে জানান, ভারতে সামাজকি দূরত্ব না বজায় রাখতে পারা কারণেই সংক্রমণ ছড়াচ্ছে।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের অন্যতম হটস্পট বলে চিহ্নিত বিজয়ওয়াড়ায় এখনও পর্যন্ত শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন করোনা সংক্রমণে।
গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন। ইমতিয়াজ সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে আর্জি জানিয়েছেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)