ভারত থেকে চিনে যাওয়ার বেশ কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে।
হাইলাইটস
- ভারত থেকে চিনে যাওয়ার বেশ কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে
- পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে চিনে
- করোনা ভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে চিনে
নয়াদিল্লি: ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসকে (Coronavirus) ঘিরে। চিনে (China) এখনও পর্যন্ত ১৩০ জনের মৃত্যু ঘটেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এই পরিস্থিতিতে ভারত থেকে চিনে যাওয়ার বেশ কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে (Flights Suspended)। বিদেশের বহু উড়ান সংস্থাও তাদের চিনগামী উড়ান বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে ৩১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি-শাংহাই সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি ভারত থেকে দক্ষিণ-পূর্ব এশিয়াগামী সমস্ত উড়ানের কর্মীদের এন৯৫ মাস্ক পরতে নির্দেশ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো জানিয়েছেন, দিল্লি থেকে চিনের চেংদু ও বেঙ্গালুরু-হংকং সমস্ত উড়ান বাতিল করছে।
সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চিনে বর্তমানে করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি সতর্কতার সঙ্গে মূল্যায়ন করে ইন্ডিগো তাদের যাত্রী ও কর্মীদের জন্য কিছু সুরক্ষার সিদ্ধান্ত নিয়েছে। চিনে পর্যটন সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে আমরা লক্ষ করেছি বিপুল পরিমাণে চিন থেকে দিল্লি উড়ানের বহু টিকিট বাতিল করা হয়েছে এবং উল্টোটাও।''
তারা আরও জানায়, ‘‘তার ফলে আমরা ১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি-চেংদু সমস্ত উড়ান বাতিল করছি। পাশাপাশি ১ ফেব্রুয়ারি, ২০২০ থেকে আমরা বেঙ্গালুরু-হংকং সমস্ত উড়ান বাতিল করছি।''
দেখুন করোনা ভাইরাস সম্পর্কে বিশেষজ্ঞের মতামত: