কোলে সন্তান, করোনার সঙ্গে লড়তে কাজে ফিরলেন অন্ধ্রপ্রদেশের আইএএস আধিকারিক।
হাইলাইটস
- এক মাসের সন্তানকে কোলে নিয়ে কাজে ফিরলেন আইএএস আধিকারিক
- করোনার সঙ্গে লড়তেই তিনি তাড়াতাড়ি কাজে ফিরেছেন বলে জানালেন তিনি
- তাঁর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বিশাখাপত্তনম: সন্তানের জন্ম দেওয়ার এক মাসের মধ্যেই কাজে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমের (Visakhapatnam) পুরপ্রধান। এই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দেশ করোনা (Coronavirus) অতিমারির (Coronavirus Pandemic) সঙ্গে লড়ছে। এই পরিস্থিতিই তাঁকে অনুপ্রাণিত করেছে যত দ্রুত সম্ভব কাজে ফিরতে। ২০১৩ ব্যাচের আইএএস আধিকারিক এই মহিলার ছবি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মুগ্ধ করেছে। ছবিতে দেখা যাচ্ছে এক মাসের সদ্যোজাত সন্তানকে কোলে নিয়েই কাজে ব্যস্ত সৃজনা গুম্মাল্লা। তিনি জানাচ্ছেন, ‘‘এটা আমার কাছে কর্তব্যের আহ্বান। একজন মানুষ হিসেবে আমার কর্তব্য প্রশাসনকে কিছু সহায়তা করা। আমার মনে হয়েছে এই সময়ে আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে এবং একে অন্যের শক্তিবৃদ্ধি করতে হবে।''
২ ব্যক্তির শরীরে প্রথম দু'বার নেগেটিভ হলেও তৃতীয়বারের পরীক্ষায় করোনা পজিটিভ!
সরকারি নিয়ম অনুসারে ছ'মাসের মাতৃত্বকালীন ছুটি পান মহিলারা। কিন্তু নির্ধারিত ছুটির মাত্র এক মাস গ্রহণ করার পরেই কাজে ফিরলেন সৃজনা। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্রকুমার সিংহ শেখাওয়াত।
তিনি ওই আইএএস আধিকারিকের ছবি শেয়ার করে হিন্দিতে টুইট করেন, ‘‘এমন করোনা যোদ্ধাদের পেয়ে দেশ সৌভাগ্যবান। কাজে দায়িত্বপালন করার জীবন্ত এই দৃষ্টান্তের প্রতি আমার সহৃদয় কৃতজ্ঞতা।''
কঠোর ভাবে লকডাউনের নিয়ম মেনে চলুন, রাজ্যকে ফের চিঠি কেন্দ্রের
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে ৪২৭ জনের শরীরে। মৃত্যু হয়েছে সাতজনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০৮-এ।
(তথ্যসূত্র: এএনআই)