Coronavirus: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
- প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়
- রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর
- তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনাও করেন বাংলার মুখ্যমন্ত্রী
কলকাতা: যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আর কথায় কথায় রাজ্যগুলোর দিকে সমালোচনার আঙুল তুলবেন না, এভাবেই চাঁচাছোলা ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যগুলোর উপর আস্থা রাখুক কেন্দ্র, একথাও বলেন তিনি (Mamata Banerjee)। পাশাপাশি সোমবার করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) প্রতি ক্ষোভও উগরে দেন মমতা। "আমি অমিত শাহকে সম্মান করি",এই বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগা শুরু করেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে তাঁকে চিঠি লেখার পর সেই চিঠিরই একটি প্রতিলিপি সংবাদমাধ্যমের কাছে পাঠিয়েছিলেন তা নিয়েই অমিত শাহকে রীতিমতো আক্রমণ করেন তিনি। "খবরটি প্রকাশ্যে আসার পর, আমাকে বিভিন্ন জনে বিভিন্ন কথা জিজ্ঞাসা করা শুরু করেন। এই পরিস্থিতিতে আমার কী করা উচিত? আপনি সরাসরি আমার সঙ্গে কেন কথা বলবেন না? আমি আপনাকে অনুরোধ করছি অন্য রাজ্যের ক্ষেত্রেও যেন এমন ঘটনা ঘটাবেন না", বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
"আপনারা সর্বদা বাংলার সমালোচনা কেন করেন", প্রধানমন্ত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গের করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি কেন্দ্রীয় দল বঙ্গ সফরে আসে, সেই প্রসঙ্গও বৈঠকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। "আমাদের কি তাদের বাবু বলা উচিত ছিল এবং ক্রীতদাসের মতো আচরণ করা উচিত ছিল?", সরাসরি এই প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একথাও স্পষ্টভাবে জানিয়ে দেন, কেন্দ্রীয় দলগুলি রাজ্যে পর্যবেক্ষণে আসতেই পারে, তবে রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব তাঁদের ইশারায় উঠবে-বসবে এমন আশা যেন তাঁরা না করেন।
লকডাউনের মধ্যেও মানুষের ইচ্ছায় বদলাতে হয়েছে কিছু সিদ্ধান্ত : প্রধানমন্ত্রী, দেখুন ১০ তথ্য
২০ এপ্রিল সকাল ১০ টা নাগাদ পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসে দুটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। কিন্তু তাঁরা আসার খবর আগে থেকে রাজ্য সরকারের কাছে ছিল না বলেই অভিযোগ। কেন্দ্রীয় দল রাজ্যে পৌঁছনোর মাত্র ঘণ্টা তিনেক আগে মুখ্যমন্ত্রীকে এব্যাপারে ফোন করে জানান অমিত শাহ।
পাশাপাশি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের প্রসঙ্গটিও বৈঠকে তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অমিত শাহকে অনুরোধ করছি যাতে কোনওভাবেই পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে কোনও অর্থ নেওয়া না হয় ... যদি প্রয়োজন হয় তবে দয়া করে আমাদের জানাবেন, আমরা টাকা দেবো।"