Coronavirus:আগামী সোমবার ধৃতদের আদালতে তোলা হবে।
লকডাউনের (Lockdown) সময় বিয়ে! শেষ পর্যন্ত গ্রেফতার হতে হল বর-কনে ও বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের। ‘ডেইলি মেল'-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় (South Africa)ঘটেছে এই ঘটনা। জানা যাচ্ছে, পাত্র জাবুলানি জুলুর বয়স ৪৮ এবং পাত্রী নোমথানদাজো খিজের বয়স ৩৮। রবিবার তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লকডাউনকে তোয়াক্কা না করে সেই বিয়ের আসরে হাজির ছিলেন ৫০ জন অতিথি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্রেফতার হওয়া নবদম্পতি পুলিশের গাড়িতে উঠছেন।
দক্ষিণ আফ্রিকায় লকডাউনের দ্বিতীয় সপ্তাহ চলছে। এই অবস্থায় ওই বিয়ের খবর পায় পুলিশ। বিয়ের কথা স্বীকার করে নেয় দম্পতি।
বর,কনে, নিমন্ত্রিত ৫০ জন অতিথিকে নিয়ে যাওয়া হয়েছে রিচার্ডস বে-র বাইরে এক থানায়। পরে মাথাপিছু প্রায় ৪,১০০ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয় তাঁদের।
পুলিশের মুখপাত্র ভিশ নাইডু জানাচ্ছেন,, ‘‘আমি মনে করি না এই মুহূর্তে বিয়ে করার কোনও যুক্তিযুক্ত কারণ ওঁদের আছে। আমরা প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলব এবং তারপর তাঁদের উপরে চার্জ আনা হবে।''
আগামী সোমবার তাঁদের আদালতে তোলা হবে।
দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত ১,৭০০ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে।
Click for more
trending news