Coronavirus in India: দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে
হাইলাইটস
- ভারতে হু-হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
- ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরিয়ে গেছে
- গোটা দেশে এখনও পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৩৩৯ জন, গত ২৪ ঘণ্টায় ৩১
নয়া দিল্লি: দেশে দেখতে দেখতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ১০,০০০ পেরিয়ে গেল। এখনও পর্যন্ত ভারতে ওই মারণ ভাইরাস ৩৩৯ জনের প্রাণ কেড়েছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন আরও মানুষ। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই এদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ১,২১১ জনের শরীরে নতুন করে বাসা বেঁধেছে COVID- 19।
এই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই প্রধানমন্ত্রী মোদিকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্যে অনুরোধ করেছেন। এমনকী কয়েকটি রাজ্য ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে তাদের রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়েও দিয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় এই লকডাউনের মেয়াদ বৃদ্ধি সহ আরও নানা বিষয়ে বার্তা দিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লকডাউনের মেয়াদবৃদ্ধি নিয়ে সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ
মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী সারা দেশে COVID-19 এর এই সংক্রমণ বৃদ্ধিকে সামাল দেওয়ার জন্যে এই লকডাউন মেনে চলার বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করে দেবেন।
"শত অসুবিধাকে জয় করে যেভাবে করোনার বিরুদ্ধে লড়াই করছেন ": স্যালুট জানালেন সনিয়া গান্ধি
ইতিমধ্যেই দেশের মানুষের প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও। শত অসুবিধা ও অপ্রতুলতার মধ্যেও যেভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় দিন-রাত এক করে লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তার প্রশংসা করেছেন তিনি। তারিফ করেছেন দেশের সাফাইকর্মীদেরও। সকলে যাতে লকডাউন মেনে চলে, এই আহ্বানও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে সোমবারই একটি চিঠিতে সনিয়া অনুরোধ করেছেন দেশের মানুষ যাতে অভুক্ত না থাকে সে ব্যাপারে যেন খেয়াল রাখে সরকার।
যেসব রাজ্যগুলো এখনও পর্যন্ত করোনার আক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেগুলো হল মহারাষ্ট্র (২,৩৩৪), দিল্লি (১,৫১০), তামিলনাড়ু (১,১৭৩), রাজস্থান (৮৭৩) এবং মধ্যপ্রদেশ (৬০৪)।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আরও ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে সে রাজ্যে মোট আক্রান্ত ১,৫১০ জন। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, আরও ৪ জন ওই রোগে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন। এই নিয়ে রাজধানীতে মোট ২৮ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস।
ওদিকে চেন্নাইয়ে ঘোষণা করা হয়েছে যাঁরা লকডাউনের সময় খুব প্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন তাঁদের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। তামিলনাড়ুর মধ্যে চেন্নাইয়েই সবচেয়ে বেশি সংখ্যক COVID- 19 আক্রান্ত রোগী রয়েছে। সোমবার, মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী রাজ্যের ক্ষেত্রে চলতি লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নিজে থেকেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া রাজ্যগুলোর মধ্যে তামিলনাড়ু ষষ্ঠ স্থানে রয়েছে। এর আগে মহারাষ্ট্র, পঞ্জাব, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানা এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণা করে।
এদিকে মেঘালয়ে এই প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল। শিলংয়ের বেথনি হাসপাতালের একজন নামকরা চিকিৎসকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সূত্র বলছে, ওই চিকিৎসকের কোনও বিদেশ সফরের ইতিহাস নেই, তিনি সম্ভবত "সাইলেন্ট ক্যারিয়ার" এর মাধ্যমে ওই রোগে আক্রান্ত হয়েছেন, যা যথেষ্টই উদ্বেগের কারণ।
এদিকে বিশ্ব জুড়েও হাহাকার ছড়িয়েছে ওই মারণ ভাইরাস। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মোট ১,৫০৯ জন মারা গেছেন যা একটি রেকর্ড। এই নিয়ে ওই মারণ ভাইরাস সেদেশে কমপক্ষে ২৩,৫২৯ জনের প্রাণ কেড়েছে, যা বিশ্বের যে কোনও দেশের তুলনায় বেশি।
নিউইয়র্কের গভর্নর সোমবার ঘোষণা করেন যে ১০,০০০ লোকের প্রাণ কাড়ার পর সেখানে আপাতত ধ্বংসলীলায় কিছুটা ক্ষান্ত দিয়েছে করোনা ভাইরাস। ফলে এবার হয়তো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করবে ওই এলাকার মানুষজন।