This Article is From Jun 09, 2020

শহরে করোনা আক্রান্ত সিবিআই আধিকারিক

সূত্র মারফৎ জানা গিয়েছে নিজাম প্যালেসের সিবিআই দফতরটি স্যানিটাইজ করা হয়েছে এবং সমস্ত নিয়মকানুন কঠোরভাবে লাগু করা হয়েছে

শহরে করোনা আক্রান্ত সিবিআই আধিকারিক

সমস্ত প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে (প্রতীকি ছবি)

কলকাতা:

কলকাতায় নিজাম প্যালেসে (Nizam Palace Kolkata) সিবিআইয়ের এক আধিকারিকের শরীরে করোনা পজিটিভ (Coronavirus) পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সোমবার ডিআইজি পদমর্যাদার ওই আধিকারিকের শরীরে করোনা পজিটিভ (COVID 19) পাওয়া যায় বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে নিজাম প্যালেসের সিবিআই দফতরটি স্যানিটাইজ করা হয়েছে এবং সমস্ত নিয়মকানুন কঠোরভাবে লাগু করা হয়েছে। সমস্ত কর্মীরা মাস্ক পরেছেন এবং কঠোরভাবে সামাজিক দূরত্ববিধি মেনে চলা হচ্ছে। সমস্ত প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে। একদিনে রাজ্যে করোনা ভাইরাসে(Coronavirus) আক্রান্তের সংখ্যা ৩৭২ জন, ফলে এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৯৮৫ জন, তারমধ্যে অ্যাক্টিভ ৪৯৫০ জন, এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফে।

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪১৫ জন। রাজ্যে সরকারের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৭৮০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, ফলে এ পর্যন্ত মটো নমুনা পরীক্ষার সংখ্যা ২,৮৭,৯০০টি। কলকাতায় একদিনে কোভিড ১৯ আক্রান্ত ১৩২ জন। হাওড়ায়  নতুন করে করোনা আক্রান্ত ৩৮, বীরভূমে ২৯ জন।

অন্যদিকে দুই ২৪ পরগনার মধ্যে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত, উত্তর ২৪ পরগনায় ২৮ এবং দক্ষিণ ২৪ পরগনায় ২২ জন।

রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, আগে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৪২৬ জন, তা কমে হল ৩৭২ জন। ৯০২৪ থেকে নমুনা পরীক্ষা কমে হয়েছে ৭৮০২ জন। একনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনকে ছাড়া হয়েছে, ফলে মোট ছাড়া হল এখনও পর্যন্ত ৩৬২০ জনকে।

সোমবার থেকে শিথিল করার অনুমতি মিলেছে চলমান লকডাউনের বিভিন্ন ক্ষেত্র। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড সংখ্যক সংক্রমণের নজির গড়ল ভারতবর্ষ! একদিনে ৯,৯৮৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এই দেশে। এই নিয়ে সারা দেশে মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল ২.৬৬ লক্ষ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.