দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী।
নয়াদিল্লি:
দিল্লিতে করোনা শয্যার (Corona bed in Delhi) সংখ্যা বাড়াতে উদ্যোগী হল স্বরাষ্ট্র মন্ত্রক। ৫০০টি রেলবগি (Rail coach) বেড হিসেবে ব্যবহার করতে পারবে দিল্লি সরকার। রবিবার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) পাশাপাশি নমুনা পরীক্ষার বহর বাড়াতে স্বাস্থ্য মন্ত্রকের সাহায্য পাবে কেজরিওয়াল সরকার। টুইট করে এই পরিকল্পনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সংক্রমণ প্রতিরোধে দিল্লি সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সেই উষ্মাপ্রকাশের পর তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে এদিন বৈঠক করে কেন্দ্র রাজ্য। এদিকে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, জুলাইয়ের মধ্যে দিল্লিতে সংক্রমিতের সংখ্যা ছাড়াবে ৫.৫ লক্ষ। আর ৮০ হাজার হাসপাতাল শয্যা প্রয়োজন।
দেখে নিন দশ তথ্য:
টুইটে অমিত শাহ লেখেন,"দিল্লির করোনা শয্যার অভাব মেটাতে ৫০০টি রেলবগি সাহায্য নেওয়া হবে। এর জেরে ৮০০টি বেডের সমস্যা মিটবে পাশাপাশি করোনা চিকিৎসার পরিকাঠামো থাকবে সেই বগিগুলোতে
আগামি কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে দ্বিগুণ করা হবে নমুনা পরীক্ষা। এমনটাও জানান অমিত শাহ। শুক্রবার সংক্রমণ প্রতিরোধে দিল্লি সরকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দিল্লিতে মোট ২১৯টি কনটেইনমেন্ট জোন।
কেন্দ্রীয় তরফে আশ্বাস দেওয়া হয়েছে, চিকিৎসা পরিকাঠামো বাড়াতে অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর দিয়ে সাহায্য করা হবে
"কেন্দ্র-রাজ্যের এই বৈঠক ইতিবাচক।" টুইটে জানান দিল্লির মুখ্যমন্ত্রী
এদিকে, রাজ্য জুড়ে ২০ হাজার বেড বাড়াতে হোটেল ও ব্যাঙ্কোয়েটগুলো অধীনে নিতে উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার
৩৮ হাজার সংক্রমণ-সহ দেশে তৃতীয় রাজ্য দিল্লি। আগে মহারাষ্ট্র, তামিলনাড়ু।
গত সপ্তাহে দিল্লি সরকার ঘোষণা করেছিল, রাজ্যের বেসরকারি হাসপাতালের বেড শুধুমাত্র দিল্লিবাসীর। যদিও সেই সিদ্ধান্ত খারিজ করেছে উপ-রাজ্যপালের দফতর।
চিকিৎসা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি-সহ বাংলার প্রতি ক্ষোভপ্রকাশ করে।
কোর্ট বলেছিল, করোনা রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে। মৃতদেহ মিলছে আবর্জনার স্তূপে
Post a comment