করোনা সংক্রমণে সুস্থ হওয়ার হার আগের থেকে বেড়েছে। (প্রতীকী)
নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হতে এখন লাগছে ৬.২ দিন। লকডাউনের আগে যা দ্বিগুণ হচ্ছিল তিনদিনে। শুক্রবার সরকার একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে লব আগরওয়াল জানিয়েছেন, ‘‘লকডাউনের আগে কোভিড-১৯ সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছিল প্রায় ৩ দিনে। কিন্তু গত সাত দিনের তথ্য অনুযায়ী এখন ৬.২ দিনে সংক্রমণের পরিমাণ দ্বিগুণ হচ্ছে।''
তিনি আরও বলেন, ‘‘১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিগুণ হওয়ার হার গড় দ্বিগুণ হওয়ার হারের থেকে কম।''
কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, সুস্থতার হারও বেড়েছে। ভারতে সুস্থ কোভিড-১৯ রোগী ও মৃতের মধ্যে অনুপাত ৮০ ও ২০। যা অন্যান্য দেশের থেকে বেশি।
লব আগরওয়াল জানাচ্ছেন, ‘‘আমরা ১ এপ্রিল থেকে গড় বৃদ্ধির পরিমাণ ছিল ১.২। যা ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ছিল ২.১ (গড়)। কোবিড-১৯ পরীক্ষা বাড়ার পরে আমরা দেখেছি গড় বৃদ্ধির পরিমাণ ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।''