This Article is From Apr 03, 2020

কোভিড-১৯ সংক্রমণ ছড়ালে তার জন্য প্রস্তুত দিল্লি, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘দিল্লিতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। আতঙ্কের কোনও প্রয়োজন নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’

এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করেন।

হাইলাইটস

  • দিল্লিতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে দাবি অরবিন্দ কেজরিওয়ালের
  • সংক্রমণ ছড়াতে শুরু করলে তার মোকাবিলায় তাঁর সরকার প্রস্তুত বলে জানান তিনি
  • দিল্লিতে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪
নয়াদিল্লি:

দিল্লিতে (Delhi) এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। কিন্তু যদি তা ছড়াতে শুরু করে তবে সামলানোর জন্য প্রস্তুত দিল্লি সরকার। দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুক্রবার দিল্লিতে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪। এর মধ্যে রয়েছে নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া ২৫৯ জন। গত মাসে নিজামুদ্দিনের মসজিদে ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছিলেন প্রায় ৯,০০০ মানুষ। দিল্লিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নিজামুদ্দিনের সমাবেশে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন।

“কোনও রাজনৈতিক যুদ্ধ নয়”, প্রধানমন্ত্রীর বার্তা সম্পর্কে মন্তব্য করলেন না মুখ্যমন্ত্রী

তিনি বলেন, ‘‘দিল্লিতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। আতঙ্কের কোনও প্রয়োজন নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।''

তিনি বলেন, যদি ভাইরাস সংক্রমণ ছড়াতে শুরু করে তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার বন্দোবস্ত করে রেখেছে সরকার।

মাস্ক, স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

এদিন মুখ্যমন্ত্রী একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করেন। ওই নম্বরের সাহায্যে মানুষকে কোভিড-১৯ সংক্রমণ, খাদ্য ব্যাঙ্ক, আশ্রয়ে্র জায়গা ইত্যাদি সম্পর্কে জ্ঞাত করা হবে।

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩০১। শুক্রবার পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারত এই মুহূর্তে অতিমারীর স্টেজ-২-তে রয়েছে।

প্রসঙ্গত, স্টেজ-২-তে আক্রান্ত ব্যক্তিদের দ্বারা সংক্রমণ ঘটে। একে স্থানীয় সংক্রমণ ব‌লে। উদাহরণস্বরূপ বলা যায়, বিদেশ থেকে কোনও আক্রান্ত এলে তিনি বা তাঁর আত্মীয়ের দ্বারা সংক্রমণ ছড়ায়। স্থানীয় সংক্রমণে কম মানুষ সংক্রমিত হন। এক্ষেত্রে ভাইরাসের সূত্রটি পরিচিত। এবং সংক্রমণের শৃঙ্খলটিকে চিহ্নিত করা সহজ হয়। 
স্টেজ-৩-তে গোষ্ঠী সংক্রমণ হয়। এই স্টেজে কোথা থেকে সংক্রমণ ঘটছে তা চিহ্নিত করা যায় না।

.