নয়াদিল্লি: করোনা সংক্রমিত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Covid-19 to Delhi's Health Minister)। তাঁর প্রাথমিক রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু মঙ্গলবার নতুনভাবে নমুনা পরীক্ষার বুধবার ফের রিপোর্ট পজিটিভ এসেছে। এর পরেই তাঁকে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাঁকে প্লাজমা থেরাপি (Plasma Therapy) দেওয়া হবে। এমনটাই দিল্লি সরকারের একটি সূত্রের খবর। জানা গিয়েছে, বুধবার রাত থেকে প্রচণ্ড জ্বর-সহ শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর। নিউমোনিয়ার (Pneumonia symptomatic) উপসর্গও ধরা পড়েছে। এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় স্তরে এই খবর প্রকাশ্যে আসার পরেই তাঁর আরোগ্য কামনা করে টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন,"করোনা সংক্রমিত দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।"
যত দিন যাচ্ছে ততই যেন নিজের শক্তি বাড়াচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১৩,৫৮৬ জন এবং মারা গেছেন ৩৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, এদেশে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন মোট ৩,৮০,৫৩২ জন, তবে তার মধ্যে চিকিৎসা সহায়তায় সুস্থ হয়েছেন ২,০৪,৭১১ জন মানুষ। অর্থাৎ রোগ থেকে পুনরুদ্ধারের হার ৫৩.৭৯ শতাংশ। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২,৫৭৩ জন। এতদিন পর্যন্ত সারা দেশে মোট ৬৪,২৬,৬৭২ জনের শারীরিক নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার কমপক্ষে ১,৭৬,৯৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে ৭.৬৭ শতাংশ পরীক্ষার ফল করোনা পজিটিভ এসেছে।