This Article is From May 18, 2020

করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা পাঠিয়ে হোয়াইট হাউসে সংবর্ধিত ইন্দো-মার্কিন কিশোরী

জানা গিয়েছে শ্রব্যার মা-বাবা অন্ধ্রপ্রদেশের

করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা পাঠিয়ে হোয়াইট হাউসে সংবর্ধিত ইন্দো-মার্কিন কিশোরী

ইউএস গার্লস স্কাউট বাহিনীর সদস্য শ্রব্যা।

ওয়াশিংটন:

করোনা যোদ্ধাদের পাশে থেকে উৎসাহিত করার জন্য হোয়াইট হাউসে সংবর্ধনা পেল এক কিশোরী (Indo-US girl)। জানা গিয়েছে, শ্রাব্যা আন্নাপ্পারেড্ডি নামে ইন্দো-মার্কিন ওই কিশোরী মার্কিন গার্ল স্কাউট বাহিনীর সদস্য। করোনা যোদ্ধাদের (Corona Warriors) কুকি ও গ্রিটিংস পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে ওই খুদে। সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে আন্নাপ্পাকে সংবর্ধনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Trump) ও ইউএস ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। জানা গিয়েছে, বছর ১০-এর ওই কিশোরী মেরিল্যান্ডের হানোভার হিলস এলেমেন্টারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। হোয়াইট হাউস সূত্রে খবর, গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প, করোনা যোদ্ধাদের উৎসাহিত করতে সংবর্ধনা দিয়েছেন। ইউএস গার্ল স্কাউট বাহিনীর সদস্যরাো ছিলেন সেই অনুষ্ঠানে। 

4mrjo5io

সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, "আমরা আজ যাদের সংবর্ধিত করব তাঁরা এই সঙ্কটের সময় দেশকে এক হতে সাহায্য করেছে। তাঁরাই আমাদের সুস্থ করে নতুন ভাবে শুরু করতে পথ দেখাবে।" জানা গিয়েছে শ্রব্যার মা-বাবা অন্ধ্রপ্রদেশের। জানা গিয়েছে, ইউএস গার্ল স্কাউট বাহিনীর ১০ জন মিলে ১০০ বাক্স কুকি, সঙ্গে হাতে তৈরি গ্রিটিংস কার্ড মেরিল্যান্ডের চিকিৎসক, নার্স, সাফাইকর্মী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মতো বিতরণ করেছে। এদের প্রত্যেকের বয়স ৮-১০ বছর। 

.