আক্রান্তদের মধ্যে রয়েছেন ৯ বছরের এক শিশু, ৬ বছরের এক শিশুকন্যা, ১ বছরের এক কিশোর এবং দুই মহিলা (প্রতীকি))
কলকাতা: রাজ্যে একই পরিবারের তিনজনের শরীরে করোনা ভাইরাস (Covid-19) আক্রান্তের সংখ্যা মিলল, এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জন হল বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের এক আধিকারিক। আক্রান্তদের মধ্যে রয়েছেন ৯ বছরের এক শিশু, ৬ বছরের এক শিশুকন্যা, ১১ বছরের এক কিশোর এবং দুই মহিলা। তাঁদের মধ্যে একজনের বয়স ২৭ ও আরেকজনে বয়স ৪৫। সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন ২৭ বছরের ওই মহিলা, সেখানে ইংল্যান্ড থেকে ফেরা এক ব্যক্তির সংস্পর্শে আসেন বলে জানিয়েছেন আধিকারিকরা।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)