This Article is From Apr 27, 2020

কোয়ারান্টাইন সেন্টারের পিছনের গেট দিয়ে দিব্যি চলছে চা-বিস্কুট-জলের কেনাবেচা!

Coronavirus: ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কোয়ারান্টাইন সেন্টারের পিছনের দরজায় বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিচ্ছে ও ভিতরে থাকা লোকজন হাত বাড়িয়ে নিচ্ছে

Agra Coronavirus: কোয়ারান্টাইন সেন্টারের পিছনের গেট দিয়ে চলছে বিস্কুট-বোতল সহ নানা কেনাবেচা

হাইলাইটস

  • উত্তরপ্রদেশের আগ্রার একটি কোয়ারান্টাইন সেন্টারের ভিডিও প্রকাশ্যে
  • ওই সেন্টারের পিছনের দরজা দিয়ে বাইরে থেকে খাবার-জল কিনছেন করোনা আক্রান্তরা
  • মেনে চলা হচ্ছে না সামাজিক দূরত্ব, সেই ভিডিও প্রকাশ্যে আসায় চাঞ্চল্য
লখনউ:

একেই বোধহয় বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো। করোনা (Coronavirus) আক্রান্ত সন্দেহে আগ্রার একটি কোয়ারান্টাইন সেন্টারে (Agra Quarantine) রাখা হয়েছে বহু মানুষজনকে। উদ্দেশ্য একটাই, যাতে অন্যদের মধ্যে COVID- 19 এর সংক্রমণ না ছড়ায়। কিন্তু বাস্তবে যা দেখা গেল তাতে চোখ কপালে ওঠার জোগাড়। সম্প্রতি দুটি মোবাইল ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাচ্ছে ওই কোয়ারান্টাইন সেন্টারে থাকা মানুষজন (Agra Coronavirus) সেখানকার পিছনের গেট দিয়ে দিব্যি চা-বিস্কুট-জলের বোতল কিনছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। তাঁরা জানিয়েছে, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ২৫ সেকেন্ডের দুটি ভিডিওর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কোয়ারান্টাইন সেন্টারের পিছনের দরজার কাছে বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিচ্ছেন এবং সেন্টারের ভিতরে থাকা লোকজন সেগুলো নেওয়ার জন্যে হাত বাড়াচ্ছেন। 

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারে ৯টি রাজ্য

মিনারেল ওয়াটারের বোতলগুলিও গেটের কাছে রাখা হচ্ছে এবং গেটের ভিতর থেকে হাত বাড়িয়ে সেগুলো টেনে নেওয়া হচ্ছে। আর এই লেনদেনের সময় যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে তাঁদের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে, তার কোনওটাই মেনে চলতে দেখা যায়নি কাউকে। 

দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা বলছেন, "আমার মতো যাঁরা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি আমরা সেভাবে খাবার বা জল ঠিকমতো পাচ্ছি না। তার জন্যেই এই ধরণের ঘটনা ঘটছে। আমাদের বলা হয়েছিল এখানে নিয়ে এসে মেডিকেল চেক-আপ করা হবে, কিন্তু এখনও সেসব হয়নি। এখানে খাবার ও জলের ঠিকঠাক কোনও ব্যবস্থা নেই। সবাইকে অবহেলা করা হচ্ছে"।

dskub6nk

Coronavirus: আগ্রার কোয়ারান্টাইন সেন্টারে গেটের বাইরে থেকে বিস্কুট দিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী

ভিডিওতে দেখা যাচ্ছে কোয়ারান্টাইন কেন্দ্রের বন্ধ গেটের পিছনে একটি টেবিলের উপরে রাখা রয়েছে চায়ের কাপ, দিব্যি চলছে চা কেনা-বেচাও।

স্থগিত পরীক্ষার ব্যাপারে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কোনও চিঠি পায়নি রাজ্য: শিক্ষামন্ত্রী 

উত্তরপ্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আগ্রাতেই সেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রসঙ্গে আগ্রার জেলা শাসক প্রভু এন সিং বলেন,"আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। সবকিছু এখন ঠিক করে দেওয়া হয়েছে। যে সমস্ত ফাঁকফোকর ছিল সেবিষয়ে যথাযথ তদন্ত করে গোটা বিষয়টি ঠিক করার জন্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। এই ধরণের অভিযোগ যাতে আর না আসে সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে"।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে ভারতে করোন ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৯৭৫ জন।মোট আক্রান্ত ২৬,৯১৭ জন, এর মধ্যে মারা গেছে ৮২৬ জন ।

.