শিশুদের ক্ষেত্রে উপসর্গগুলি খুবই কম থাকে
হাইলাইটস
- শিশুদের ক্ষেত্রে উপসর্গগুলি খুবই কম থাকে
- অনেক ক্ষেত্রে তা বোঝা যায় না
- বাড়িতে শিশু থাকলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবশ্যই বাড়তি নজর দিতেই হবে
কলকাতা: চিন, ইতালির পরে এখন করোনা ভাইরাসের(Coronavirus) এপিসেন্টার আমেরিকা। ইউরোপের বিভিন্ন দেশেও করোনার দাপট লক্ষ্য করা যাচ্ছে। দেশেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও প্রত্যেক দিন বাড়ছে। চলছে ২১ দিনের লকডাউন কিন্তু তা সত্বেও করোনাভাইরাস এর সংখ্যা বেড়েই চলেছে। বড়দের পাশাপাশি শিশুরা আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসে। তবে শিশুদের ক্ষেত্রে করোনাভাইরাস এর ঝুঁকি কতটা রয়েছে জানতেই NDTV Bangla কথা বলেছিল বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ তথা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ পেডিয়াট্রিক বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডা. জয়দেব রায়ের(Jaydeb Ray) সঙ্গে।
প্ৰ: শিশুদের করোনাভাইরাস এর ঝুঁকি কতটা?
উ: শিশুদের(Children) করোনাভাইরাস(Coronavirus) এর ঝুঁকি তুলনামূলকভাবে কম।তবে শিশুদের ক্ষেত্রে উপসর্গগুলি খুবই কম থাকে। অনেক ক্ষেত্রে তা বোঝা যায় না । আর তাই চিকিৎসকের কাছেও সঠিক সময়ে যাওয়া হয়না। শিশুরা যেহেতু মা-বাবা, ঠাকুরমা, দাদুর কাছেই বেশিরভাগ থাকে সেক্ষেত্রে শিশুদের থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে মা-বাবা এবং ঠাকুমা ,দাদুর। যাদের ঝুঁকি অনেকটাই বেশি রয়েছে।
তাই খুব ছোট বাচ্চাদের বারেবারে হাত ধুয়ে দিতে হবে মা-বাবাদেরই, যারা হামাগুড়ি দেয়, যাদের আঙ্গুল মুখে দেওয়া স্বভাব রয়েছে, তাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মা-বাবাকে। বাড়িতে শিশু থাকলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবশ্যই বাড়তি নজর দিতেই হবে।
প্র : এই সময় শিশুরা ঘরবন্দি। সে ক্ষেত্রে তাদের মানসিক চাপ বাড়তে পারে? কী করতে হবে তাহলে?
উ : ঘরবন্দী শিশুরা বাইরে বেরোতে পারছে না। মনের ওপর চাপ বাড়তেই পারে। পড়াশোনার সঙ্গে সঙ্গে শিশুদের সময় দিতে হবে মা-বাবাকে। তাদের সঙ্গে খেলা, গল্পের বই পড়া, ভালো সময় কাটানোর দিকে নজর রাখতে হবে।
প্র : বাড়ি থেকে অনেক শুকনো খাবার আসে যার শিশুরা চটপট খেয়ে ফেলে সেখান থেকে কি করোনা সংক্রমণ হতে পারে?
উ : করোনাভাইরাসকে এখনও পর্যন্ত ফুড বোর্ন বলছে না WHO, কিন্তু ফুড সেফটি মেজারমেন্ট বজায় রাখতে হবে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ঘরে শিশু থাকলে। খাবার যে পাত্রে থাকবে, সেই জায়গাটি ,নিজের হাত, খাবারের পাত্র যেখানে থাকবে সেই জায়গাটিও পরিষ্কার করতে হবে।
প্ৰ : করোনাভাইরাস কি বাতাসের মাধ্যমে ছড়ায়?
করোনাভাইরাস(Coronavirus) ড্রপলেট এর মাধ্যমে ছড়ায়,সারফেসেও অনেকক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস। কিন্তু বাতাসে ভেসে থাকার বিষয়ে WHO বলছে এই ড্রপলেট গুলি এতটাই ভারী যে বাতাসে বেশিক্ষণ ভাসতে পারে না, নিচে পড়ে যায়। যারা রোগীর সংস্পর্শে আসছেন , সে ক্ষেত্রে যদি কোনও রোগীকে নেবুলাইজ বা সাক্সেন করতে হয়, তখন কিন্তু সেই ড্রপলেটটা ছোট ছোট অংশে ভেঙে যাচ্ছে এবং হালকা হয়ে যাওয়ার জন্য তখন সে বাতাসে ভাসতে পারে। সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সুরক্ষা কবচ নিয়েই রোগীর কাছে যেতে হবে।
প্র : যেভাবে লকডাউন চলছে তাতেই কি করোনা মুক্তি মিলবে ?
উত্তরে বিশিষ্ট চিকিৎসক জয়দেব রায়(Dr Jaydeb Ray), যিনি WHO এর সঙ্গেও কাজ করেছেন জানালেন শুধু লকডাউন করলেই হবে না, রোগ নির্ণয়, রোগের চিকিৎসা এবং লকডাউন উঠলে সুশৃংখলভাবে করোনা মোকাবিলা করলে তবেই করোনা মুক্ত হওয়া সম্ভব বলে তিনি মনে করেন। তবে সে ক্ষেত্রে অর্থনৈতিক সামাজিক বিভিন্ন দিক গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।
এই সাক্ষাৎকারটি থেকে নিয়েছেন NDTV Bangla র সাংবাদিক রেনেসাঁ চক্রবর্তী।