This Article is From Apr 28, 2020

করোনার রেড জোনে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর, কনটেইনমেন্ট জোন ৩৪৮ টি

Coronavirus in West Bengal: রাজ্যে সরকারের তরফে এই প্রথম হটস্পটে থাকা কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে

করোনার রেড জোনে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর, কনটেইনমেন্ট জোন ৩৪৮ টি

Bengal Coronavirus: কলকাতার ২২৭ টি, উত্তর ২৪ পরগনার ৫৭ টি এবং হাওড়ায় ৫৬ টি কনটেইনমেন্ট জোন রয়েছে

হাইলাইটস

  • পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৯ জন
  • তার মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে ওই মারাত্মক রোগে
  • কলকাতা, হাওড়া,উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কনটেইনমেন্ট জোনের তালিকা
কলকাতা:

গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও (Bengal Coronavirus) লাগাতার বেড়ে চলেছে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ। এবার রাজ্যে করোনা সংক্রমণের ভিত্তিতে ৪টি হটস্পট কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে থাকা কনটেইনমেন্ট জোনগুলোর তালিকা প্রকাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গে মোট ৩৪৮ টি কনটেইনমেন্ট জোন রয়েছে, তার মধ্যে শুধু কলকাতাতেই (Kolkata Containment Zones)  রয়েছে ২২৭ টি, আর উত্তর ২৪ পরগনার ৫৭ টি, হাওড়ায় ৫৬ টি এবং পূর্ব মেদিনীপুরে ৮ টি কনটেইনমেন্ট জোন আছে। রাজ্যে সরকারের তরফে এই প্রথম হটস্পটে থাকা কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে, এর আগে অতি সংক্রামক এলাকাগুলোকে হটস্পট বলে উল্লেখ করতেও দ্বিধাগ্রস্ত ছিল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হটস্পটের পরিবর্তে "মাইক্রোম্যানেজমেন্ট স্পট" এর মতো শব্দ ব্যবহার করছিলেন এবং এর কারণ হিসাবে বলেছিলেন যে এভাবে হটস্পট কথাটা উল্লেখ করলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত ৬২ জন, একদিনে রেকর্ডসংখ্যক মৃত্যু

শুধু হটস্পট এবং কনটেইনমেন্ট জোনই নয়, সরকার ওই কনটেইনমেন্ট জোনের মধ্যে থাকা অতি সংক্রমণপ্রবণ এলাকা ও রাস্তাগুলির নামও প্রকাশ করেছে।

পশ্চিমবঙ্গের মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন যে কলকাতার মধ্যে যে ২২৭ টি কনটেইনমেন্ট জোন আছে তার মধ্যে ১৮ টিতে গত দুই সপ্তাহে নতুন করে কোনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। উত্তর ২৪ পরগনার ৫৭ টি কনটেইনমেন্ট জোনের মধ্যে ১৩ টিতে গত দু'সপ্তাহে কোনও নতুন সংক্রমণ ঘটেনি। হাওড়ার কনটেইনমেন্ট জোনগুলির মধ্যেও, গত ৭ দিনে ১৩ টি এলাকায় মারাত্মক সংক্রামক ওই রোগে নতুন করে কোনও ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর মেলেনি। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ৮ টি কনটেইনমেন্ট জোনের মধ্যে ৫ টিতে ৯ এপ্রিলের পর থেকে নতুন কোনও করোনা রোগীর খোঁজ মেলেনি।

নতুন করোনা উপসর্গের সন্ধান পেল মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসা সংস্থা

মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, "আমাদের গড় পুনরুদ্ধারের হার জাতীয় স্তরের গড়ের চেয়ে ভাল না হলে তার কাছাকাছিই, এখনও পর্যন্ত রাজ্যের ১৮% করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।"

এছাড়াও সারা দেশের হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সার্বিক হার যখন ৩.১, তখন পশ্চিমবঙ্গে এই হার ২.৬ শতাংশ। ফলে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে করোনাকে রুখতে যথেষ্টই সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন রাজ্যের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, এমন দাবিও করেন মুখ্য সচিব।

রাজীব সিনহা আরও জানিয়েছেন যে মূলত কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাতেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত হয়েছে, রাজ্যের ৮টি জেলা পুরোপুরি করোনা মুক্ত। রাজ্যের পরিসংখ্য়ান মতে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৯ জন।

.