This Article is From Mar 30, 2020

দিল্লির মসজিদের অনুষ্ঠানে যোগ দেওয়া ১৭৫ ব্যক্তির শরীরে করোনা পরীক্ষা, কোয়ারান্টাইনে ২,০০০ জন

প্রায় ২,০০০ ব্যক্তিকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে দক্ষিণ দিল্লির ওই ঘন বসতিপূর্ণ এল‌াকায়। তাঁদের মধ্যে অনেককে দিল্লির অন্য প্রান্তে পাঠানো হয়েছে।

দিল্লির মসজিদের অনুষ্ঠানে যোগ দেওয়া ১৭৫ ব্যক্তির শরীরে করোনা পরীক্ষা, কোয়ারান্টাইনে ২,০০০ জন

মানুষের গতিবিধি খতিয়ে দেখতে ড্রোনও চালানো হচ্ছে বলে জানিয়ে গিয়েছে।

নয়াদিল্লি:

দিল্লির নিজামুদ্দিন (Delhi's Nizamuddin) অঞ্চল থেকে ১৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) পরীক্ষা করা হল বিভিন্ন হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে ওই ব্যক্তিরা সৌদি আরব, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আসা অতিথিদের সংস্পর্শে এসেছিলেন ওখানকার মসজিদের এক অনুষ্ঠানে। এই প্রথম একসঙ্গে একই জায়গায় থাকা এতজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষা করানো হল। যদিও এখনও প্রমাণিত হয়নি, তামিলনাডু থেকে যে ব্যক্তি এসেছিলেন, তিনি করোনা আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তবুও এলাকা ‘সিল' করে দেওয়া হয়েছে। পুলিশ সেখানে টহল দিচ্ছে যাতে কেউ সেখানে ঘুরে বেড়াতে না পারে।

মানুষের গতিবিধি খতিয়ে দেখতে ড্রোনও চালানো হচ্ছে বলে জানিয়ে গিয়েছে। প্রায় ২,০০০ ব্যক্তিকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে দক্ষিণ দিল্লির ওই ঘন বসতিপূর্ণ এল‌াকায়। তাঁদের মধ্যে অনেককে দিল্লির অন্য প্রান্তে পাঠানো হয়েছে।

মার্চের মাঝামাঝি এখানকার বাংলাওয়ালি মসজিদে এক সমাগম হয়। সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের সংক্রমণ নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে।

অতিথিদের মধ্যে একজন গত সপ্তাহে শ্রীনগরে মারা যান করোনায় আক্রান্ত হয়ে। তিনি কাশ্মীরে ফেরার আগে উত্তরপ্রদেশেও গিয়েছিলেন। বাকি অতিথিদের মধ্যে ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন একজন। ছ'জন এসেছিলেন সৌদি আরব থেকে।

সরকারি সূত্রে জানানো হয়েছে দিল্লি, শ্রীনগর ও দেওবন্দে থাকা ওই ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। বহু অতিথিই ভারতের নানা প্রান্তে গিয়েছিলেন অনুষ্ঠানের পরে। সমাবেশের পরে তাঁরা ২০-৩০টি বাসে করে এলাকা ছেড়ে চলে যান। তবে বহু ব্যক্তি মসজিদেই রয়ে যান।

অন্ধ্রপ্রদেশে এক করোনা আক্রান্ত ব্যক্তির সঙ্গে এই অনুষ্ঠানের যোগসূত্র মিলেছে।

দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১,১০০ ছাড়িয়েছে আক্রান্ত। মৃত ২৯।

.