নয়াদিল্লি: রবিবার দু'জন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রতিভা পাতিল সহ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচডি দেবেগৌড়া ও একাধিক বিরোধী নেতৃবৃন্দকে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব (COVID-19) নিয়ে আলোচনার জন্য ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), এনডিটিভিকে জানিয়েছে বিশেষ সূত্র। কংগ্রেসের সোনিয়া গান্ধি, সমাজবাদী পার্টির মুলায়ম সিং এবং অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যা নবীন পট্টনায়েক, দক্ষিণের নেতা কেসিআর, এমকে স্টালিন এবং জোটসঙ্গী প্রকাশ সিং বাদলকেও ফোন করে আলোচনা করেন মোদি।
অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের বিস্তার কমিয়ে আনতে প্রধানমন্ত্রী মোদি তিন সপ্তাহের লকডাউন ঘোষণার প্রায় দুই সপ্তাহ পরে ফোন করে আলোচনার আহ্বান জানালেন নরেন্দ্র মোদি। যদিও মোদি এই পদক্ষেপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী বিরোধী বা রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই কথা শুনলেন না যাদের আদতে এই লকডাউন বাস্তবায়ন করতে হবে।
সূত্রের খবর, ১৪ এপ্রিল লকডাউন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করতেই প্রধানমন্ত্রীর এই ফোন। লকডাউনের পরবর্তী পদক্ষেপ কী হবে, আদৌ কি লকডাউন তুলে নেওয়া যুক্তি সঙ্গত তা নিয়ে বিস্তৃত আলোচনা চান মোদি। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ও বিভিন্ন মুখ্যমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের ৪৭২ টি নতুন ঘটনা সামনে এসেছে, মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৭৪। এখনও পর্যন্ত দেশে ৭৭ জনের মৃত্যু হয়েছে এই মহামারীতে।
শনিবার সরকার জানিয়েছে, গত মাসে দিল্লিতে তাবলিগি জামাতের আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া এক হাজারেরও বেশি মানুষের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।