Read in English
This Article is From Apr 06, 2020

সাততলা থেকে বিছানার চাদর বেয়ে পালাতে গিয়ে মৃত করোনা সন্দেহে ভর্তি ব্যক্তি

বিছানার চাদর ও প্লাস্টিক প্যাকেট দিয়ে লম্বা দড়ির মতো করে  ঝুলিয়ে পালাতে যান ওই ব্যক্তি। এরপর মাটিতে পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

এই মর্মান্তিক ঘটনার পরে আইসোলেশন ওয়ার্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Highlights

  • হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালাতে গিয়ে মৃত্যু এক ব্যক্তির
  • ৫৫ বছরের ওই ব্যক্তিকে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছিল ওই ওয়ার্ডে
  • ঘটনাটি ঘটেছে হরিয়ান‌ায়
কার্নাল, পঞ্জাব:

করোনা (Coronavirus) সন্দেহে হাসপাতালের আইসোলেশন (Isolation) ওয়ার্ডে ভর্তি থাকা ৫৫ বছরের এক ব্যক্তি হাসপাতালের সপ্তম তলা থেকে পালাতে গিয়ে পড়ে গিয়ে মারা গেলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায় (Haryana)। সেখানকার কার্নালে অবস্থিত কল্পনা চাওলা মেডিক্যাল কলেজের সপ্তম তলায় ছিল ওই আইসোলেশন ওয়ার্ড। এদিন ভোর চারটে নাগাদ বিছানার চাদর ও প্লাস্টিক প্যাকেট দিয়ে লম্বা দড়ির মতো করে 
ঝুলিয়ে পালাতে যান ওই ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে মাটিতে পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। 
পানিপথের ওই ব্যক্তিকে ১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। তাঁর শরীরে সংক্রমণ ধরা না পড়লেও করোনায় আক্রান্ত হওয়ার অনেকগুলি লক্ষণ তাঁর মধ্যে থাকায় চিকিৎসকরা তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত নেন।

"নজিরবিহীনভাবে লকডাউনের সময় মানুষ নিষেধাজ্ঞা মেনেছেন": প্রধানমন্ত্রী মোদি

শেষবার করা তাঁর রক্তের রিপোর্ট এখনও আসেনি। তাঁর মৃত্যুর পরে আইসোলেশন ওয়ার্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

এদিকে রবিবারই দিল্লির এইমস-এর ট্রমা সেন্টার থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন এক রোগী। তাঁর হাত-পায়ের হাড় ভাঙলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।

দেশে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৩২ জনের মৃত্যু, মোট ১০৯

Advertisement

ওই রোগীও ছিলেন করোনার সন্দেহভাজনদের তালিকায়। তাঁর নমুনার ফলাফল এখনও আসেনি।

হরিয়ানায় এখনও পর্যন্ত ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত ১। রবিবার ৫৮ বছরের এক বৃদ্ধ যিনি কার্নালের এক গ্রামের বাসিন্দা, তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

Advertisement

সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪,০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা পেরিয়েছে ১০০।

Advertisement