Read in English தமிழில் படிக்க
This Article is From Apr 07, 2020

সাইকেল কেনার জন্য জমানো টাকা করোনা তহবিলে জমা দিল খুদে

ছোট্ট ছেলের এমন কাণ্ড দেখে মুগ্ধ মন্ত্রীমশাই। তিনি জানিয়েছেন, তিনি হেমন্তকে বাইসাইকেল কিনে দেবেন। যে বাইসাইকেল না কিনে তহবিলে টাকা জমা দিয়েছে হেমন্ত।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from ANI)

মন্ত্রী পের্নি ভেঙ্কটরামাইয়ার হাতে সেই টাকা তুলে দেয় সে।

Highlights

  • জমানো সব টাকা করোনার তহবিলে দিয়ে দিল অন্ধ্রপ্রদেশের খুদে
  • ওই টাকায় সাইকেল কিনবে বলে ভেবেছিল সে
  • ছোট্ট বাচ্চার এমন কাণ্ড দেখে মুগ্ধ মন্ত্রীমশাই
অমরাবতী:

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়ওয়াড়ার চার বছরের খুদে এক শিশু করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলায় গঠিত মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দিল ৯৭১ টাকা। একটা বাই সাইকেল কেনার জন্য এই টাকা জমিয়েছিল একরত্তি হেমন্ত। কিন্তু সঙ্কটের এমন অবস্থায় সেই টাকা পুরোটাই অবলীলায় সে দিয়ে দিল মুখ্যমন্ত্রীর তহবিলে। ওয়াইএসআর কংগ্রেস পার্টির অফিসে রাজ্যের মন্ত্রী পের্নি ভেঙ্কটরামাইয়ার হাতে সেই টাকা তুলে দেয় সে।

করোনায় ক্ষতিগ্রস্ত কিছু দেশে হাইড্রোক্সিক্লোরোক্যুইন রফতানি করার সিদ্ধান্ত ভারতের

ছোট্ট ছেলের এমন কাণ্ড দেখে মুগ্ধ মন্ত্রীমশাই। তিনি জানিয়েছেন, তিনি হেমন্তকে বাইসাইকেল কিনে দেবেন। যে বাইসাইকেল না কিনে তহবিলে টাকা জমা দিয়েছে হেমন্ত।

Advertisement

ভারতের করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪,৪২১-এ। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। মারা গিয়েছেন ১১৭ জন।

Advertisement
Advertisement