বিশ্বব্যাপী লকডাউনে সবচেয়ে বেশি প্রভাবিত অসামরিক বিমান পরিবহণ শিল্প।
নয়া দিল্লি: আকাশপথে পরিবহণ নিশ্চিত করতে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র । শর্তাধীনে তোলা হতে পারে অসামরিক বিমান পরিবহণের ওপর থাকা বিধিনিষেধ। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে সহমত পোষণ করা হয়েছে। প্রায় এক মাসের বেশি সময় ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক যাত্রীরা বিভিন্ন শহরে আটকে। নেপথ্যে বিমান পরিবহণের ওপর থাকা সরকারি বিধিনিষেধ। এবার সেই সেক্টরকে সক্রিয় করতে পরিকল্পনা নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। জানা গিয়েছে, লকডাউন (Amid Lockdown) চললেও, কিছু ক্ষেত্রে যাত্রী বিমান পরিবহণে নিয়ম শিথিল করতে পারে মন্ত্রক। আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থার সাম্প্রতিক এক তথ্যে দাবি করা হয়েছে, মার্চ মাসে ১৪.১% যাত্রী কমেছে অসামরিক বিমান পরিবহণে। ২০০১ সালের ৯/১১- কাণ্ডের পর এটাই সর্বোচ্চ হ্রাস। যার প্রভাবে মন্দার মুখে ভারতের ঘরোয়া বিমান সংস্থাগুলো। একাধিক সংস্থা হয় কর্মী ছাঁটাই করেছে, নয়তো বেতন কমিয়েছে। কিংবা বেতনহীন বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। একমাত্র বিপর্যয় মোকাবিল-সহ ত্রাণ পরিবহণ এবং কার্গো বিমানগুলোকে ওড়ার অনুমতি দিয়েছে ডিজিসিএ।
মানচিত্রে লাল-কমলা-সবুজ রঙ এবার সংক্রমণের মাত্রা চিনিয়ে দেবে দেশকে
কিন্তু এবার আর্থিক গতি নিশ্চিত রাখতে অসামরিক বিমান পরিবহণ-সহ একাধিক শিল্পের ওপর থাকা রাশ আলগা করতে চলেছে কেন্দ্র। এমনটাই খবর ডিজিসিএ সূত্রে। একই ইঙ্গিত প্রধানমন্ত্রী দিয়েছিলেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে। তিনি বলেছিলেন, একটা সময় ছিল তখন বলেছিলাম, আগে জীবন, তারপর সবকিছু। কিন্তু এখন একটা সময় যখন জীবন ও জীবিকা দুটোই বাঁচাতে হবে।
মুম্বইয়ের তাজ হোটেলের ছ'জন কর্মী করোনা সংক্রমিত, জানাল বম্বে হাসপাতাল
একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রক একটি তালিকা তৈরি করছে। সেই তালিকায় উল্লেখ থাকবে খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ, আর নির্মাণ শিল্পকে লকডাউনের আওতার বাইরে রাখতে পারে কেন্দ্র। কিন্তু সামাজিক দূরত্ব মেনে চালাতে হবে কর্মকাণ্ড।
World
67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.
India
4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.
State & District Details