தமிழில் படிக்க Read in English
This Article is From Mar 30, 2020

জীবাণুনাশক স্প্রে করা হল উত্তরপ্রদেশে ফেরা শ্রমিকদের উপরে, দেখুন ভিডিও

প্রিয়ঙ্কা গান্ধির দাবি, ‘‘এই শ্রমিকরা ইতিমধ্যেই অত্যন্ত ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছেন। ওঁদের উপরে এভাবে রাসায়নিক স্প্রে করবেন না।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by

ভিডিওটি দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।

Highlights

  • অভিবাসী শ্রমিকের উপরে বৃষ্টির মতো করে জীবাণুনাশক স্প্রে করতে দেখা গেল
  • কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি বঢরা এই ভিডিওর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন
  • ঘটনা উত্তরপ্রদেশের বরেলি জেলায়
বরেলি, উত্তরপ্রদেশ:

দেশজুড়ে লকডাউনের (Lockdown) মাঝে ভিন রাজ্যে আটকে পড়া হাজার হাজার অভিবাসী শ্রমিকরা যখন ঘরে ফেরার চেষ্টায় উন্মুখ, তখন প্রকাশ্যে এল এক ভিডিও। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি জেলার ওই ভিডিওয় দেখা গিয়েছে একদল অভিবাসী শ্রমিকের উপরে রীতিমতো বৃষ্টির মতো করে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে! ওই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। ভিডিওয় দেখা যাচ্ছে, প্রোটেকটিভ গিয়ার পরিহিত একদল লোক অভিবাসী শ্রমিকদের উপরে জীবাণুনাশক স্প্রে করে চলেছে। সেই দলে মহিলা ও শিশুরাও রয়েছে। রাস্তার উপরে বসে রয়েছেন তাঁরা। শনিবার বিশেষ বাসে করে এই অভিবাসীদের দিল্লি, হরিয়ানা ও নয়ডা থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসার ব্যবস্থা হয়।

এই গোটা ঘটনার সময় পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। ভিডিও ক্লিপটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘নিজেদের চোখ বন্ধ করুন। শিশুদের চোখ বন্ধ করে দিন।''

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি বঢরা এই ভিডিওর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন টুইটারে। তিনি হিন্দিতে লেখেন, ‘‘আমি উত্তরপ্রদেশের সরকারের কাছে আর্জি জানাচ্ছি... আমরা সকলেই একসঙ্গে এই সঙ্কটের মোকাবিলা করছি। দয়া করে এমন অমানবিক কাজ করবেন না। এই শ্রমিকরা ইতিমধ্যেই অত্যন্ত ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছেন। ওঁদের উপরে এভাবে রাসায়নিক স্প্রে করবেন না। এটা ওঁদের রক্ষা করবে না। বরং ওঁদের স্বাস্থ্যেরই ক্ষতি হবে।''

উত্তরপ্রদেশের এক সরকারি কর্মী অবশ্য জানিয়েছেন, এতে তাঁরা অমানবিকতার কিছু দেখছেন না। তিনি বলেন, ‘‘আমরা অমানবিক হতে চাই না। সকলকে স্যানিটাইজ করাটা অত্যন্ত জরুরি। এবং ওখানে ভিড় ছিল। সুতরাং যেটা ঠিক মনে হয়েছে, সেটাই আমরা করেছি।''

Advertisement

তিনি আরও দাবি করেন, অভিবাসীদের ক্লোরিন ও জল মিশিয়ে স্প্রে করা হয়েছে। কোনও রাসায়নিক দ্রবণ নয়। পাশাপাশি তাঁর দাবি, ‘‘আমরা ওঁদের চোখ বন্ধ করে নিতে বলেছিলাম।''

ওই ক্লিপ খতিয়ে দেখা হচ্ছে বলে বরেলি জেলার জেলাশাসক জানিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দফতরের তত্ত্বাবধানে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের চিকিৎসা করা হচ্ছে। নাগরিক বাহিনী ও দমকল কর্মীদের দলকে বলা হয়েছিল বাসটাকে স্যানিটাইজ করতে। কিন্তু তারা উল্টে এই পদক্ষেপ করেছে। সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা ন‌েওয়া হচ্ছে বলে জানান জেলাশাসক।

Advertisement

বরেলিউর মুখ্য দমকল আধিকারিক চন্দ্রমোহন শর্মাও সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, ওই জীবাণুনাশকে রাসায়নিক থাকে। তা কখনও কোনও মানুষের উপরে প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে চোখের সংস্পর্শে তো নয়ই। ওই ভিডিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে ওই জীবাণুনাশক সরাসরি স্প্রে করা হয়েছিল কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন বলে জানান ওই আধিকারিক।

Advertisement