This Article is From Apr 06, 2020

লকডাউন পর্ব মিটলে ফের বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা

Coronavirus Lockdown: বিমান সংস্থাগুলো ১৪ এপ্রিলের পরবর্তী সময়ের জন্যে বুকিং নিচ্ছে, শুধুমাত্র এয়ার ইন্ডিয়া জানিয়েছে ৩০ এপ্রিলের পর বুকিং নেবে তারা

লকডাউন পর্ব মিটলে ফের বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা

Coronavius lockdown: করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ায় ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা (ফাইল চিত্র)

হাইলাইটস

  • ২৫ মার্চ থেকে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন শুরু হয়
  • করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ায় বিরাট ক্ষতির সম্মুখীন বিমান সংস্থা
  • রবিবার এয়ার ডেকান কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্যে পরিষেবা বন্ধ করে দিল
নয়া দিল্লি:

করোনা সংক্রমণ রুখতে ভারত জুড়ে টানা ২১ দিনের লকডাউন (India Lockdown) চলছে। আগামী ১৪ এপ্রিল শেষ হচ্ছে এই লকডাউনের (Coronavirus Lockdown) মেয়াদ। দেশীয় বিমানসংস্থাগুলোর আধিকারিকরা মনে করছেন এই লকডাউন পর্ব মিটলেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা ফের চালু করার অনুমতি দেবে কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাস মহামারী (Coronavirus India) রূপে দেখা দেওয়ায় ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। তার উপর আবার লকডাউন শুরু হওয়ায় বর্তমানে পুরোপুরি বন্ধ উড়ান। খুব স্বাভাবিক ভাবেই এই বিরাট আর্থিত ক্ষতি সামলাতে গিয়ে টালমাটাল অনেক বেসরকারি বিমান সংস্থাই। রবিবার এয়ার ডেকান কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে তাঁরা আপাতত অনির্দিষ্টকালের জন্যে তাঁদের সংস্থার পরিচালনায় বিমান চলাচল স্থগিত রাখছে। শুধু এই ঘোষণাই নয়, ওই বিমান সংস্থাটি তাদের সমস্ত কর্মচারীদের বিনা বেতনে অনির্দিষ্টকালের ছুটিতে যাওয়ার কথা বলেছে।

"ভারতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রোধে আমরা লকডাউন পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে ১৪ এপ্রিলের পরে দেশীয় ও আন্তর্জাতিক বিমানগুলো যাতে চালানো যায় সে ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে", জানান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক।

করোনাকে রুখতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী মিলিতভাবে কাজ করার পরামর্শ রাজ্যপাল ধনকড়ের

"তবে, ১৪ এপ্রিলের পরে যদি লকডাউন পর্বটি ফের বাড়ানো হয়, তবে বিমান পরিবহণ সংস্থাগুলোকে আবার ওই সময়ের জন্যে বুক করা সমস্ত টিকিট বাতিল করতে হবে", একথাও জানান ওই উর্ধ্বতন কর্তা। 

একমাত্র এয়ার ইন্ডিয়া ছাড়া দেশের অন্য সব বিমান সংস্থাগুলোই ১৪ এপ্রিলের পরবর্তী সময়ের জন্যে যাত্রীদের বুকিং নিচ্ছে, শুধুমাত্র এয়ার ইন্ডিয়া জানিয়েছে ৩০ এপ্রিলের পর বুকিং নেবে তারা।

এদিকে বিমান সংস্থার আয় উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় ইন্ডিগো তার উর্ধ্বতন কর্মীদের বেতন ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস করার ঘোষণা করেছে এবং ভিস্তারা মার্চ মাস থেকেই তাদের উর্ধ্বতন কর্মীদের কমপক্ষে ৩ দিনের জন্যে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটিতে থাকার ঘোষণা করেছে।

দেশবাসীর সঙ্গে বাতি জ্বালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও

স্পাইসজেট জানিয়েছে যে তারা কর্মীদের বেতন ১০ থেকে ৩০ শতাংশ কমাতে বাধ্য হচ্ছে এবং এয়ার ইন্ডিয়া আগামী তিন মাসের জন্যে কেবিন ক্রু ছাড়া সমস্ত কর্মচারীর ভাতা ১০ শতাংশ কমিয়ে দেওয়ার ঘোষণা করেছে।

গো এয়ার তাদের কর্মচারীদের বেতন ইতিমধ্যেই হ্রাস করেছে। তবে প্রবাসী বিমান চালকদের ক্ষেত্রে ছাড় দিয়েছে। অন্য সমস্ত কর্মচারীদের ঘুরিয়ে ফিরিয়ে বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে যেতে হবে, একথাও ঘোষণা করে দিয়েছে তারা। 

.