This Article is From May 05, 2020

৭০ শতাংশ মূল্যবৃদ্ধিতেও তোয়াক্কা নেই! মদের দোকানে ভোর থেকে দীর্ঘ লাইন দিল্লিতে

এক দোকানের সামনে রীতিমতো গা ঘেঁষাঘেঁষি করে সকলের সঙ্গে লাইনে দাঁড়ানো এক ব্যক্তি NDTV-কে জানালেন, ‘‘আমি গত ৪২ দিন ধরে মদ খাইনি। আজ আমাকে খেতে দিন।’’

৭০ শতাংশ মূল্যবৃদ্ধিতেও তোয়াক্কা নেই! মদের দোকানে ভোর থেকে দীর্ঘ লাইন দিল্লিতে

কোথাও কোথাও ভিড় এমন বিশৃঙ্খল চেহারা নেয়, পরিস্থিতি সামলাতে পুলিশকে আসরে নামতে হয়।

হাইলাইটস

  • মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ লাইন দেখা গেল দিল্লির মদের দোকানগুলির সামনে
  • মদের দাম ৭০ শতাংশ বাড়ানো সত্ত্বেও ভিড় এতটুকুও কমেনি
  • একই দৃশ্য দেখা গিয়েছে পশ্চিমবঙ্গেও
নয়াদিল্লি:

দাম বাড়ানো হয়েছে ৭০ শতাংশ। তাকেও তোয়াক্কা না করে মঙ্গলবার সূর্যোদয়ের আগে থেকে রাজধানী দিল্লিতে (Delhi) মদের দোকানের (Liquor Shops) সামনে দেখা গেল দীর্ঘ লাইন! শয়ে শয়ে মানুষ সামাজিক দূরত্বের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় জমালেন সেখানে। মদের দাম ৭০ শতাংশ বাড়ানো সত্ত্বেও মদের ক্রেতাদের উৎসাহে কোনও ঘাটতি ছিল না। কোথাও কোথাও ভিড় এমনই বেড়ে যায় ও বিশৃঙ্খল চেহারা নেয়, পরিস্থিতি সামলাতে পুলিশকে আসরে নামতে হয়। পূর্ব দিল্লির কৃষ্ণনগরে একটি দোকানের সামনে পুলিশের লাঠিচার্জকে অগ্রাহ্য করে প্রায় এক মাইল লম্বা লাইনে দাঁড়ানো এক ব্যক্তি জানালেন, তিনিই ভোর চারটে থেকে লাইন দিয়েছেন।

৬৪টি উড়ানে ফেরানো হবে লকডাউনে বিদেশে আটকে থাকা ১৪,৮০০ ভারতীয়কে: ১০ তথ্য

পূর্ব দিল্লির বিশ্বাসনগরের এক দোকানের সামনে দেখা গেল রীতিমতো গা ঘেঁষাঘেঁষি করে লাইন দিয়েছেন সকলে! লাইনে দাঁড়ানো এক ব্যক্তি NDTV-কে জানালেন, ‘‘আমি গত ৪২ দিন ধরে মদ খাইনি। আজ আমাকে খেতে দিন।''

দিল্লির লক্ষ্মীনগরের এক মদের দোকানের সামনে লাইনে দাঁড়ানো আর এক ব্যক্তি সংবাদ সংস্থা এএনআইকে জানাচ্ছেন, ‘‘আমি সকাল ৫.৪৫ থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। দোকান হয়তো ৯টায় খুলত। কিন্তু ৮.৫৫-তে পুলিশ সেখানে পৌঁছে যায়। যদি কোনও অবাঞ্ছিত কিছু ঘটে তাহলে কী হবে? ৭০ শতাংশ কর নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। এটা আমাদের কাছে দেশকে ডোনেশন দেওয়ার মতো।''

গত ২৪ ঘণ্টায় মারা গেলেন ১৯৫ জন করোনা রোগী, নতুন করে আক্রান্ত ৩,৯০০ জন

সোমবার রাতে দিল্লি সরকার জানিয়ে দিয়েছি‌ল, মঙ্গলবার থেকে মদের সঙ্গে ৭০ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। একে বলা হয়েছে ‘বিশেষ করোনা ফি'। দিল্লিতে সব মদের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৬.৩০ পর্যন্ত খোলা থাকবে।

একই ভিড় দেখা গিয়েছিল সোমবার সকাল থেকে। হাজার হাজার মানুষকে মদের দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই সামাজিক দূরত্ব না মানতে দেখা যায় ক্রেতাদের। ফলে বহু দোকানই দ্রুত বন্ধ করে দিতে হয়।

চক দিয়ে বৃত্ত কেটে দাঁড়াতে বলা হলেও সামাজিক দূরত্ব কেউই মেনে চলেননি। সকাল থেকেই লাইনে দাঁড়ান সকলে। দিল্লি পুলিশ পরামর্শ দিয়েছে, অ্যালকোহলের বিক্রির সময় বাড়ালে হয়তো ভিড়ের আধিক্য কমবে।

একই ভিড় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গেও। সোমবার সকাল থেকেই মদের দোকানের সামনে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে লাইনে দাঁড়ানোর দৃশ্য সেখানেও চোখে পড়ে। একই দযশ্য দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশেও।

.