Aarogya Setu: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে এই অ্যাপটি ব্যবহার করার আর্জি জানিয়েছেন।
হাইলাইটস
- সকলের জন্য বাধ্যতামূলক করা হতে পারে আরোগ্য সেতু অ্যাপ
- অ্যাপ ব্যবহারকারী কোনও সংক্রমিতের সংস্পর্শে এসেছেন কিনা তা বলে দেবে অ্যাপ
- কেন্দ্র চাইছে এই অ্যাপ সকলে ডাউনলোড করুক
নয়াদিল্লি: আরোগ্য সেতু অ্যাপকে (Aarogya Setu) দেশের সমস্ত নাগরিকদের জন্যই বাধ্যতামূলক করা হতে পারে। করোনা ভাইরাসের (COVID-19) সংক্রমণ চিহ্নিত করতে সাহায্যকারী এই অ্যাপটি সকলের জন্য বাধ্যতামূলক করার প্রসঙ্গে গোপনীয়তা এবং নজরদারি নিয়ে বিতর্কও আর একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অ্যাপ সকলকে ব্যবহার করতে উৎসাহ দেওয়ার প্রচারের মধ্যেই সরকার চিন্তাভাবনা শুরু করেছে এই অ্যাপটি সকলের জন্য বাধ্যতামূলক করা হবে কিনা। সূত্রানুসারে, সরকার এই নিয়ে ভাবনাচিন্তা করলেও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
‘আরোগ্য সেতু'-র অর্থ সুস্থতার সেতু। এই অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে লোকালয়ে কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানা যাবে। সিঙ্গাপুরও এই অ্যাপটি ব্যবহার করছে। কিন্তু সেখানে কেবল ব্লুটুথ ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভারতে ব্লুটুথের পাশাপাশি লোকেশন সার্ভিসও ব্যবহার করা হচ্ছে।
সরকার সকলের কাছে এই অ্যাপটি ব্যবহার করার জন্য আর্জি জানিয়েছে। সম্প্রতি সরকারি কর্মীদের এই অ্যাপটি ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে কাজে আসার আগে নিজেদের শারীরিক অবস্থার বিষয়টি অ্যাপের সাহায্যে খতিয়ে দেখে তবেই কাজে আসতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে সমস্ত নাগরিকের কাছে ওই অ্যাপটি ডাউনলোড করার আর্জি জানিয়েছেন।
সম্প্রতি ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন'-এর এক গবেষণায় দাবি করা হয়েছে, এই অ্যাপ ব্যবহার গোপনীয়তার অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং গণ নজরদারির ঝুঁকিপ্রবণ।
এই অ্যাপে লগ ইন করতে হলে বিদেশ ভ্রমণের ইতিহাস তথা স্বাস্থ্য সংক্রান্ত বিবরণ দিতে হয়। পাশাপাশি ফোনের ব্লুটুথ ও জিপিএস ট্র্যাকিংয়ের অনুমতিও দিতে হবে। সম্প্রতি, সরকার আরোগ্য সেতুর গোপনীয়তার নীতি আপডেট করেছে একে আরও বেশি করে নাগরিকদের জন্য বন্ধুত্বপূর্ণ করে তুলছে।
সূত্রানুসারে, সরকার একথা নাগরিকদের জানিয়ে দিতে চাইছে এই অ্যাপের মাধ্যমে যে তথ্য ডাউনলোড হবে তা ‘স্বেচ্ছা-ধ্বংসকারী'।
সাম্প্রতিক হিসেব বলছে ভারতে স্মার্টফোন রয়েছে ৫০ কোটি। ২০২২ সালের মধ্যে তা বেড়ে ৮০ কোটি হওয়ার কথা।
সরকার এরই মধ্যে ৫ কোটি আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোডের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। মনে করা হচ্ছে, এবার সরকার ২৫ থেকে ৩০ কোটি ডাউনলোডের বিষয়ে নতুন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চলেছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। মৃত ১,১৪৭।